আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত উল্লেখিত ছাত্রসংগঠনটি ''শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল সুমিষ্ট'' সাতশব্দের এই লেখা লেখতে মোট ভুল করেছে তিনটি। লেখাটি শেষে তারা তাদের নিজের সংগঠনের নামটি লিখতেও ভুল করেছে!!
“সৌজন্যে” বানানটিও ভুল।
প্রতিষ্ঠিত একটি ছাত্র সংগঠনের এতোগুলো ভুল।
তাও আবার পাবলিক প্লেসে!!! তাও আবার শিক্ষা নিয়ে লেখা দেয়ালিকা!!
এস এস সি পরীক্ষায় এ প্লাস পাবার পর এ সংগঠনটি আমাদেরকে একটি সংবর্ধনা দেয়। এতে সংগঠনটির নেতৃবৃন্দ বারবার আমাদের স্মরণ করিয়ে দিতে থাকে তাদের নেত্রীর সে বিখ্যাত বাণী-
“শুধু ভালো কর্মী হলেই চলবে না, ভালো ছাত্রও হতে হবে”।
আর এই হলো ভালো ছাত্রের নমুনা!!!
আমার এক আত্মীয়। আমার প্রায় সমবয়সী। ছাত্রদল নামের একটি সংগঠনের একটা পোস্টের জন্য নির্বাচনও করেছে।
অনেক টাকা সে এতে খরচ করে। আমি একদিন তাকে কথায় কথায় কয়েকটি প্রশ্ন করলাম। জানতে চাইলাম-জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কি? সে বলতে পারে নি। ছাত্রদলের রাজনীতি নিয়ে কয়েকটি প্রশ্ন করলেও সে জবাব দিতে ব্যর্থ হয়। সবশেষে আমি তার কাছে জানতে চাইলাম-ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির নাম কি? অবাক করা কান্ড!!! ও এটাও বলতে পারে নি।
তাই নিরপেক্ষভাবে চিন্তা করলে আজ মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক- বর্তমানে আমাদের দেশের ছাত্র রাজনীতি কাদের হাতে??? কোন দিকে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ???? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।