আমাদের কথা খুঁজে নিন

   

এ সব দেখি কানার হাটবাজার...।

I never knew how to worship until I knew how to love. জাতিসংঘ ১০ই নভেম্বরকে মালালা দিবস হিসেবে ঘোষণা করেছে। জাতিসংঘের কর্তারা আমাদের মত গরীব-গুর্বো দেশের বাসিন্দা নয়, তাদের শিক্ষার প্রতি ভারী আসক্তি। সেই আসক্তির মোমবাতির শিখা মিডিয়ায় ভর করে সারা দুনিয়াময় ছড়িয়ে গেছে। আজ রাস্তার ধারে একটা মেয়েকে দেখলাম ছেড়া জামা পড়ে সিদ্ধ ডিম বিক্রি করতে। হালকা শীত ছিল সন্ধ্যায়, মেয়েটা গুটিসুটি মেরে বসে ছিল।

মালালা দিবসে জ্বলা লক্ষ মোমের একটারও আলো মেয়েটার মুখে এসে পড়েনি, একটু উত্তাপও নয়। শিক্ষা সবার জন্য নয়, শুধু ভদ্রলোককের জন্য। আমিও সেই ভদ্রলোকদের একজনা। পার্থক্য এই যে আমি কপট ভদ্রলোক হতে চাইনা। আমি হাজার মাইল দূরে মোমবাতি জ্বেলে দায়িত্ব পালনের ভেক ধরতে চাইনা।

আল্লাহ কোনদিন তৌফিক দিলে সত্যি রাস্তায় যতগুলো শিশু দেখব সবাইকে একটা জামা দেব, পড়তে শেখার একটা ব্যবস্থা করে দেব। যদি বেচে থাকি একদিন না একদিন করব ইনশা আল্লাহ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.