আমাদের কথা খুঁজে নিন

   

(লেখাটি এড়িয়ে যাবেন না প্লিজ)

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হলাশুগঞ্জ চানপুর গ্রামে বসবাস করে প্রায় ৪০টি আদিবাসী পরিবার । এই গ্রামটি আধুনিক জগত থেকে বিচ্ছিন্ন । এখানে নেই বিদ্যূত ,টেলিভিশন আর আধুনিক যন্ত্রাংশ তো দূরের কথা । কখনো সেখানে মিডিয়ার কোন ক্যামেরা পৌঁছায়নি । রাস্তাঘাটের শোচনীয় অবস্থা ।

রংপুর শহরের ৯০ভাগ মানুষই এই আদিবাসী পল্লী সম্পর্কে জানে না । এখানকার পরিবারগুলো অর্থনৈতিকভাবে অস্বচ্ছল । এদের সন্তানদের লেখাপড়ার জন্য একটি মাত্র বিদ্যালয় থাকলেও সেখানে ৮ম শ্রেণীর পর আর পড়ানো হয় না । শিক্ষা সামগ্রী অপ্রতুল এখানে। অধিকাংশ আদিবাসী শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত ।

দুবেলা ঠিক মতন ভাত জোটে না এদের । যাদের পেটে দুবেলা ভাত জোটে না তাদের কাছে শীতের গরম পোশাক তো আকাশের চাঁদ । আমরা এই গ্রামটিকে বেছে নিয়েছি । আধুনিকতার আলো দেখাবো এদের । শীতের প্রকোপ থেকে বাঁচাতে চাই এদের ।

প্রাথমিকভাবে আমরা কিছু কর্মসূচী হাতে নিয়েছি । প্রথম কর্মসূচীর আওতায় আমাদের বন্ধু রুদ্রকে আগামী কয়েকমাসের জন্য সেখানে পাঠানো হয়েছে । রুদ্র সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করছে এবং ঢাকায় আমাদের কাছে রিপোর্ট দিচ্ছে । সেখানে সে আদিবাসী শিশুদের লেখাপড়া করাচ্ছে । আমাদের পরবর্তী কর্মসূচীগুলো হচ্ছে :- শীতবস্ত্র বিতরন ,শিক্ষা সামগ্রী বিতরন ,রাস্তাঘাটের উন্নতিকরন ,অর্থনৈতিক মুক্তির ব্যবস্থাকরন এবং একটি আধুনিক মডেল গ্রামে রূপদানকরন ।

আমাদের কয়জনের পক্ষে এসব করা কঠিন । আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন । প্রথম পর্যায়ে আমাদের টিম আগামী ২৪নভেম্বর শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী নিয়ে সেখানে যাবে । আপনাদের কাছ থেকে শীতবস্ত্র এবং অর্থ সহয়তা কামনা করছি । বন্ধুরা আপনারা সহায়তা করতে চাইলে যোগাযোগ করতে পারেন 01720587968 নাম্বারে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.