আমাদের কথা খুঁজে নিন

   

সেতু, এই লেখাটি তোর জন্য ...



প্রথম তোর সাথে কবে দেখা হয়, ঠিক মনে নেই। সম্ভবত স্কুলে ভর্তি হওয়ার পরেই। আস্তে আস্তে তোর সাখে পরিচয় হয়। মনে আছে, ভ্যানে করে যখন স্কুলে যেতাম, প্রায়ই শাহজাহানপুরে তোর সাথে দেখা হত। তুই আমাকে দেখে ডাক দিতি ।

বলতি, "কীরে দোস্ত, খবর কী ?" অনেকবার তোর বাসায় নিয়ে যেতে চেয়েছিলি, আমি যেতে পারিনি। তোর সাথে স্কুলে আমার বেশ স্মৃতি ছিল। একসময় স্কুল জীবন শেষ হল। অনেকের মত তোর সাথেও আমার যোগাযোগ কমে গিয়েছিল। তোর সাথে আমার শেষ দেখা হয়েছিল এইচ.এস.সি. পরীক্ষার পর।

আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলেছিলি, "শিবলী, দোস্ত, খবর কী ? অনেকদিন দেখা নাই। " পরে শুনেছিলাম তুই জিডি পাইলটে সুযোগ পেয়েছিলি। এরপর তোকে দেখলাম গতকাল। বেশ কয়েক বছর পর। বিশ্বাস কর, ভাবতেও পারিনি তোকে এভাবে দেখব।

তোর বাবা, বোনকেও দেখলাম। বিমান বাহিনীর পোশাকে তোকে দারুণ লাগছিল। কিন্তু তুই যে এখন থেকে শুধু ছবিতেই থাকবি, এটা ভাবতেও কষ্ট হচ্ছে। অন্য বন্ধুদের ফোন করে শিওর হতে হয়েছে যে, যার খবর টিভিতে দেখেছি, সে তুই-ই। আকাশ ছোঁয়ার স্বপ্নে দেশের জন্য তুই গিয়েছিলি বিমান বাহিনীতে।

আমার আরো দু'জন বন্ধু আছে সেখানে। খুলনা থেকে যশোর, খুব কাছেই । মাঝে মাঝে ইচ্ছে হত, তোদের ওখানে যেতে। হয়তো কখনো যাব, কিন্তু তোর দেখা পাব না কোনদিন। কখনো শুনব না, তোর সেই ডাক, "দোস্ত, খবর কী ? অনেকদিন দেখা নাই।

" ওপার জগৎ থেকে তুই এই লেখাটি পড়তে পারছিস কি-না জানি না। তোর আত্মা শান্তিতে থাকুক, এই দোয়াই করি। দোস্ত, ভালো থাকিস ... ... --- ওয়ায়েস কামাল শিবলী সথাপত্য বিভাগ খুলনা বিশ্ববিদ্যালয় News Links - Click This Link & Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.