আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত

বসন্ত এক পড়ন্ত বিকেলে, হেলে পড়া সূর্যের লালচে আলোতে প্রথম দেখেছিলাম তোমায়, এক হলুদাভ বসন্তে। হলুদ শাড়িতে এক অনন্যা মেয়ের, ভুবন ভোলানে অমূল্য চাঁদমাখা হাসিতে হারিয়ে ছিলাম হঠাত্‍, হেলে পড়া সূর্যের গোধুলীলগ্নে। অস্ফুট শব্দে বলেছিলাম, "অপ্সরী!" সেই থেকে ছুটে চলা তোমার পানে, স্রোতের প্রতিকূলে। চড়াই উতরাই পেরিয়ে, আবারো একটি বসন্তের বিকেলে। আনন্দের উন্মানায় আবার হারালাম, ঐ লালচে গোধুলীতে।

মাঝে কেটে গেল কয়েকটা বসন্ত, কিছু হরেকরঙা গোধুলীগুচ্ছ। গোধুলীর রঙে হলো কিছু স্বপ্নাঙ্কন, বিচিত্র কারুকার্যে। আজ আরেকটি বসন্ত, সেই হেলানো সূর্য, সেই লালচে গোধুলীবেলা। সেই হলদে শাড়িতে তুমি, কঁচি দুটি হাত। ধরতে ইচ্ছে করছিলো খুব কিন্তু, ছেড়ে দিয়ে সকল বন্ধন,সকল স্বপ্নের প্রতিজ্ঞা, যাচ্ছ চলে।

ফেরানোর চেষ্টা আমার ব্যার্থ সকল। চত্বরের মাঝে একান্ত একা আমি, চেয়ে তোমারই পথে। অসাড় দেহে হৃদস্পন্দন থেমে থেমে হচ্ছে। লাল আভায় আবারো তোমাকে দেখলাম, ঠোঁট গলে অজান্তেই বেরিয়ে গেল, "অপ্সরী"। হারিয়ে গেলাম আবারো, এক বিষাদ বসন্তের বিধ্বস্ত গোধুলীতে।

(সমাপ্ত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।