আজ 10-11-12. ঊনিশশো সাতাশী সালের দশ ই নভেম্বরে ঢাকা অবরোধ কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন;এসময় তার বুকে লেখা ছিল "স্বৈরাচার নিপাত যাক" আর পিঠে লেখা ছিল "গণতন্ত্র মুক্তি পাক"। এরশাদের সামরিক শাসন যে কতটা নির্মম ছিল তা সহজে অনুমান করা যায় নূর হোসেনের মৃত্যুতে। কিন্তু দু:খের বিষয় সে সময় হাসিনা-খালেদা এক হয়ে এরশাদকে হটিয়েছেন আর আজকে হাসিনা-খালেদা দা-কুমড়া সম্পর্ক; হয়তো নূর হোসেন কেও তারা মনে রাখেনি। আশা রাখি নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার তারা একসাথে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবেন। আমরা বাংলা ব্যাকরণে দা-কুমড়া র বদলে হাসিনা-খালেদা দেখতে চাই না। শহীদ নূর হোসেন কে শ্রদ্ধাভরে স্মরণ করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।