আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাশা নেই বলেই আশা ভঙ্গের কষ্ট নেই!

এ জগতে তাই যত কিছু পায় তৃপ্তি আমার নাই অন্যের ধন দেখে কেন আমি করি শুধু হায়হায়! যেখানে প্রত্যাশা নেই সেখানে আশা ভঙ্গের কষ্ট থাকতে পারে না। থাকতে পারেনা বিষন্ন মেঘের আড়ালে সোনালী রৌদ্দুর! কতবার দেখেছি- বিষাদের করিডোরে কেউটের ফনা মেলেছে অমোঘ নিয়তি! কোন এক সকাল যখন দুপুরের তপ্ত রোদে ক্লান্ত হতে হতে বিকেলের কোলে মাথা রাখে, ক্লান্ত সূর্যের ঘটা করে চলে যাওয়ার নিরব আয়োজনে ধরনীর বুকে নেমে আসে,শেষ বিকেলের আলো অস্তগামী সূর্য বিলীন হবার পূর্বেই নীড়ে ফিরে যায় পাখি! অবশেষে অনেক সময় আশাহত হয়ে দেখি বিকেলের মৃত্যু! অস্তগামী সূর্যটাকে টুপ করে গিলে ফেলে সেই সব দুর্ভাগাদের অচল সন্ধ্যা! তার পর সারাটা রাত অধীর অপেক্ষা নিয়ে বসে থাকা দিগন্তের অনাবৃত শশীকর দেখবার প্রত্যাশায়! তবে কিসের অপেক্ষায় তোমার দেয়া সব কষ্টকে মাথা পেতে নিতে পারি নীরবে!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।