আমাদের কথা খুঁজে নিন

   

স্ক্রিপ্ট লেখার সহজ ৭টি ধাপ

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই একেবারে নতুনদের বলছি। কয়েকটা ধাপ অনুসরণ করলে স্ক্রিপ্ট লেখাটা খুব সোজা হবে। যেমন : ০১... প্রথমে গল্পের পরিণতি ভেবে নিন। গন্তব্য কোথায় জানা না থাকলে যাত্রা শুভ হয় না। ০২... এবার শুরুটা নির্ধারণ করেন।

০৩... এবার পুরো গল্পটা খুব সংক্ষেপে ১৫০ শব্দের মধ্যে লিখে ফেলেন। এটাকে বলা হয় সিনোপসিস। সিনোপসিস না লিখলে পুরো গল্পটা বুঝতে পারবেন না। তাই এই অভ্যাসটা খুব জরুরী। ০৪... এবার গল্পটাকে স্থান অনুসারে ভাগ করেন।

যতবার স্থান বদলাবে, ততগুলো দৃশ্য হবে। ০৫... দৃশ্যের মধ্যে ৪টি বিষয় থাকতেই হবে। ক) স্থান, খ) সময় গ) চরিত্র এবং ঘ) ঘটনা যেমন : দৃশ্য -০১ স্থান : নাদিরার ঘর সময় : সকাল চরিত্র : নাদিরা, তার বাবা ও ছোট ভাই ঘটনা : নাদিরাকে বাবা বকছে। খুব মজা পাচ্ছে ছোট ভাই। ০৬...শুধু এই চারটি বিষয় লিখে পুরো চিত্রনাট্য শেষ করুন।

এটাকে বলা হয় ওয়ান লাইনার। অনেক স্ক্রিপ্ট রাইটার শুধু ঘটনা লিখেও ওয়ান লাইনার কমপ্লিট করে। ০৭...পুরো চিত্রনাট্য তৈরি হওয়ার পর প্রতি দৃশ্যের সংলাপ ও বর্ণনা লিখুন। আপনার চিত্রনাট্য শেষ। বিস্তারিত জানতে হলে আমার এই লেখাটা পড়তে পারেন।

Click This Link মূল লেখাটি সিনেমা পিপলস এ প্রকাশিত : http://cinemapeoples.com/shajahanshamim/715 শাহজাহান শামীম (চিত্রনাট্যকার ও পরিচালক) ০১৬৮২৩০৩৩১৯, ০১৯১২৫৭৭১৮৭ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.