আমাদের কথা খুঁজে নিন

   

চলতি বাজেটের চার গুণেরও বেশি বরাদ্দ ইসিতে

নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ২০১৩-১৪ অর্থবছরে এক হাজার ৬৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দ চলতি বাজেটের চেয়ে চার গুণেরও বেশি। নবম জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচন সামনে রেখে এই বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত বাজেটের সংক্ষিপ্তসার থেকে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে প্রস্তাবিত মোট বাজেটের মধ্যে অনুন্নয়ন-ব্যয় এক হাজার ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৪৬২ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ছিল ৪০২ কোটি টাকা।

তবে সংশোধিত বাজেটে এই অঙ্ক দাঁড়িয়েছে ৩৪৫ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২১৩ কোটি এবং উন্নয়ন খাতে ১৩২ কোটি টাকা।
সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই হিসাবে চলতি বছরের ২৮ অক্টোবর থেকে ২৫ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদের ৩০০ আসনে নির্বাচন হবে। বর্তমান নবম সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি।

সংসদের মেয়াদ শেষ হবে ২০১৪ সালের ২৫ জানুয়ারি। এ ছাড়াও চলতি অর্থবছরে অর্থাত্ আগামী সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে উপজেলা নির্বাচনও হবে। স্থানীয় সরকার (উপজেলা) আইন অনুযায়ী পরিষদের মেয়াদ হবে প্রথম বৈঠকের পর থেকে পরবর্তী পাঁচ বছর। নির্বাচন করতে হবে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে। দেশের ৩৮০টির বেশি উপজেলায় সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৯ সালের ২১ জানুয়ারি।

বেশির ভাগ পরিষদের প্রথম বৈঠক বসেছিল ওই বছরের ফেব্রুয়ারিতে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।