ভুল দেখেননি , ওবামা নির্বাচিত হলেও রমনিকেও অভিনন্দন ! যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটারদের চূড়ান্ত রায়ে পরাজয় স্বীকার করে নিয়ে ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিবন্দন জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী মিট রমনি। ভোটের প্রাথমিক ফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো ওবামার নিশ্চিত বিজয়ের খবর দেয়ার পর স্ত্রী অ্যান ও রানিং মেট পল রায়ানকে সঙ্গে নিয়ে বোস্টনে নিজের নির্বাচনী দপ্তরে উপস্থিত হন রমনি। আবেগ আপ্লুত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি এই মাত্র প্রেসিডেন্ট ওবামাকে টেলিফোন করে তাকে অভিনন্দন জানিয়েছি। পরাজয় স্বীকার করে নিলেও রমনিকে এ সময় শান্ত ও ধীর স্থির দেখাচ্ছিল। তিনি বলেন, কঠিন এই সময়ে আগামী চার বছর প্রেসিডেন্ট ওবামা আমেরিকানদের সঠিক পথেই নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন তিনি। কি ব্যক্তিত্ব ! তিনি চাইলেই আমাদের দেশের দুই নেত্রীর মত করে বলতে পারতেন "সুক্ষ্ম কারচুপি হয়েছে-এই নির্বাচন মানিনা"! আমাদের দেশে যে কবে এই কালচার তৈরী হবে, আল্লাহই জানে ! অভিনন্দন রমনি অভিনন্দন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।