আবীর শাকরান মাহমুদ এখনো আমার চারদিক ভরা কালোয়, বাথরুম-কিচেন এখনো ভরেনি আলোয়। তুমি কোন কূলে? আমি বারান্দায় থাকি ঝুলে, চরম গরমে আমি ঘামে ভিজে ভিজে মরি, লোডশেডিং ফুরাবার আর কত দেরি পাঞ্জেরি? দীঘল দিনের শ্রান্ত সফর শেষে, কোন চুলোর মরুভূমিতে আমরা পড়েছি এসে? এ কী শুধু গ্রীষ্মকালের উষ্ণ আবহাওয়া, নাকি কারেন্ট বাবাজির নিত্য আসা-যাওয়া? আই পি এস এর ব্যাটারিও বলছে, 'আই এ্যাম স্যরি।' তুমি কোন দেশে? আমি বারান্দায় একা থাকি বসে, শরম ভুলে খোলা গায়েও গরমে আমি মরি, লোডশেডিং ফুরাবার আর কত দেরি পাঞ্জেরি?" কবি ফররুখ আহমদের 'পাঞ্জেরি' কবিতা অবলম্বনে। মূল কবিতা... "রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? এখনো তোমার আসমান ভরা মেঘে? সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে? তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে; অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? দীঘল রাতের শ্রান্তসফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে? এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী। তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে; সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।