আমাদের কথা খুঁজে নিন

   

চূড়ান্ত জরিপের ফলাফলে ওবামা এগিয়ে

ভালো কিছু করতে চাই অনলাইন ডেস্ক | তারিখ: ০৬-১১-২০১২ এখন কেবল অপেক্ষার পালা। আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আজ ৬ নভেম্বরের নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রায় সব কয়টি জনমত জরিপের ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এগিয়ে। বিভিন্ন জনমত জরিপের ফলাফলের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়। জাতীয় পর্যায় ও গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে পরিচালিত চূড়ান্ত জনমত জরিপের ফলাফল অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রয়োজনীয় ২৭০টি ভোট পাওয়ার ক্ষেত্রে রিপাবলিকান প্রার্থী মিট রমনির চেয়ে ডেমোক্র্যাট প্রার্থী ওবামার সম্ভাবনা বেশ উজ্জ্বল। শেষ মুহূর্তে বিভিন্ন জনমত জরিপের ফলাফল বিশ্লেষণ করে বিশ্লেষকেরা বলছেন, অলৌকিক কিছু ঘটলে রমনি জয়ী হতে পারেন। কিংবা কোনো গোপন হাত তাঁকে জয়ী করতে পারে। গত রোববার প্রকাশিত পিউ রিসার্চের চূড়ান্ত জরিপের ফলাফলে দেখা গেছে, ভোটারদের সমর্থনে রমনির চেয়ে ওবামা ৪৮-৪৫ ব্যবধানে এগিয়ে আছেন। অবশ্য রিপাবলিকান শিবির এখনো দাবি করছে, জনমত জরিপে দুই প্রার্থীর অবস্থান এখনো সমানে সমান।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.