"বৃষ্টিতে ভিজে তোমার অপেক্ষা"... বৃষ্টি মুশাল ধারে বৃষ্টি হঠ্যাত্ মোবাইলের শব্দে ঘুম ভেঙ্গে গেল|ফজরের নামাজ পরে ঘুমালে সাতটার আগে ঘুম ভাঙ্গেনা তারউপর আবার বৃষ্টি এখন তো ঘুম থেকে উঠতেই মনে চায়না| ঘূম ভেঙ্গে গেলেও ওর কথাই ভাবি| কিন্তু যখন বৃষ্টি হয় তখন চারদিকে শুধু বৃষ্টির শব্দ ছারা আর কিছুই শোনা যায় না|হালকা শীত শীত লাগে তখন কুচিমুচি হয়ে চাপটি মেরে বা কম্ভল গায়ে পেচিয়ে তোমার কথা ভাবতে কিযে মজা লাগে,এটা শুধু অনুভুতির ব্যাপার|ওকে নিয়ে অনেক গল্প বুনাই,গল্প গুলা অনেকটা কাল্পনিক টাইপের হয়ে থাকে|কখনো বা কল্পনা করতে করতে ঠিকিই কল্পনায় এসে যায়|কিন্তু কোন দিনিই পুরা গল্পটা শেষ করতে পারি না |মায় ঘুম থেকে টেনে হিচরে ওঠাত আর তখনই সব লন্ঠভন্ড হয়ে যেত মজার কল্পনাটা শেষ হয়ে যেত| -হ্যালো ; -আজ সকালে আমার সাথে একটু দেখা করতে পারবা তোমার সাথে আমার কিছু কথা আছে; -জি আসব চারদিকে বৃষ্টি হচ্ছে কি করে যাব কিন্তু ও যেতে বলেছে অব্যশই যেতে হবে|গতকাল বৃষ্টিতে ভেজার ফলে গায়ে হালকা হালকা জড় আসছিল কিন্তু আজ ও বৃষ্টিতে ভিজতে হবে| সাইকেলটা নিয়ে ভিজে ভিজে রওনা হলাম|সাথে ছিল আমার এক বড়ভাই |দুজনে তোমার দড়জার কাছে রাস্তার উপরে বসে বৃষ্টিতে ভিজেতে ছিলাম আর শীতে কাপতে ছিলাম তখন মনে মনে ভাবছি তুমি আসবেত........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।