vagabond only সব মিলায়া এক একটা ওয়াল কাটারের দাম ৩০,০০০ টাকার বেশি না। সামহোয়ার ইন ব্লগের সূত্রে অনুমান করি আরও সাত আটটা ওয়াল কাটার লাগবে। ধরেন দুই লাখ টাকা। অক্সিজেন, ওষুধপত্র মিলায়া দশ বারো লাখ টাকায় কি হবে? নাকি আরো বেশি? এই টাকা সরকারের কাছে নাই? বিজিএমই এর ফান্ড নাই? এই দেশে একশো কোটি টাকার মালিক হাজারেরও বেশি। আমার অনুমান, কালপ্রিট রানার পকেট ভালোমতো হাতাইলেই এর চেয়ে বেশি টাকা পাওয়া যাবে। দেশ বিদেশ থেকে যারা টাকা কস্টে উপার্জিত টাকা পাঠাইতেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। বন্ধু রাজীব আর শিপু টাকা জোগাড় কইরা পিক আপ ভর্তি অক্সিজেন নিয়া সাভারে চইলা গেছে। আমি যে অক্ষম, তবু এই লজ্জার মাছ ঢাকি এইসব ক্ষমতাবানদের অক্ষমতার শাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।