প্রতিটি রাতে স্বপ্ন দেখি একদিন সব আমারই হবে, আজ না হলেও কাল তো ঠিকই আইওএস ৬ এর পর নতুন কয়েকটি ফিচার সংযুক্ত করে এবং একটি বাগকে বাগে আনার জন্যই টিম কুক বাহিনী তাদের অপারেটিং সিষ্টেমের নতুন একটি ভার্সন বাজারে এনেছে। আপনি আপনার এ্যপল পন্যটিকে আপডেটেড রাখতে চাইলে এক্ষুনি তা করে নিতে পারেন। iOS-6 থেকে iOS-6.0.1 এ আপডেট করার পদ্ধতিটা নিচে দেখানো হল
এ্যপল iOS-6 কে আপডেট করেছে মূলত কয়েকটি অনাকাংখিত সমস্যা এবং এর পারফরমেন্সকে আরো দ্রুততর করার জন্য। ওটিএ(OTA) পদ্ধতিতে আপনার আইফোনটিতে iOS-6.0.1 পেতে চাইলে উপরের ছবিটির মতো একটি স্ক্রীন আসবে।
=> ডাউনলোড শুরু করতে চাইলে প্রথমেই আপনি সেটিংস(Settings) এ্যপটি ওপেন করুন,এরপর জেনারেল(General ) এর উপর স্পর্শ করুন এবং সর্বশেষ সফটওয়্যার আপডেট(Software Update) এ স্পর্শ করলেই আপনি উপরের বার্তাটি দেখতে পাবেন।
এবারে লার্ন মোর-এ (Learn More) স্পর্শ করলেই শুরু হয়ে যাবে বাগ ফিক্সিংয়ের কাজটি।
এ কাজটি করতে আপনাকে অবশ্যই ডাউনলোড এবং ইনষ্টল করে নিতে হবে আইওএস আপডেটার এ্যপটি। সুতরাং ডাউনলোড এবং ইনষ্টল বাটনটিতে স্পর্শ করে কাজটি শুরু করুন।
দেখুন কাজটি শেষ হয়ে গেলে উপরের ছবিটির মতোই একটি আইকন আপনার ডিভাইসে সংযুক্ত হয়ে যাবে। এবারে নিশ্চয়ই আপনি এই আইকনে সপ স্পর্শ করে এ্যপসটি রান করাতে চাইবেন? এখানে একটু বলে রাখি, এ কাজটি করার আগে আপনাকে আপনার ডিভাইসটি অবশ্যই একবার রিষ্টার্ট করে নিতে হবে।
রিষ্টার্ট করতে আপনি এ অবস্থা থেকেই একবার পাওয়ার বাটনে চেপে ধরে রেখে কাজটি করতে পারেন।
আপনার ডিভাইসটি রিবুট করা হয়ে গেলে উপরের ছবিটির মতো একটি বার্তা দেখতে পাবেন। সেখানে ওকে(ok) লেখাটিতে স্পর্শ করলেই আপনার ডিভাইসটি আপডেট হয়ে যাবে স্বাভাবিক নিয়মেই।
এ্যপলের আপডেটেড অপারেটিং সিষ্টেমে আপনাকে স্বাগতম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।