ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে তা থৈ তা থৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম ।। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে ।। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।। দানব দলনী হয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে ।। বর্তমান হতে অনেক দূর হেটেঁ চলে গিয়েছিলাম একটা সময় সব থমকে দাড়িঁয়েছিল ফুলের উপর কান চেপে ধরে শুনতে পেয়েছিলাম তোমার কথা জানালার ধারে ফুল থেকে তুমি বলেছিলে - মনে আছে কি বলেছিলে তুমি? "তুমিই বল কি শুনতে পেয়েছিলে"; মৌমাছিটাকে তাড়িয়ে ফুলের বৃন্ত ছুয়েঁ মাথা খানিক নুইয়ে মনে হলো যেনো শুনতে পেলাম - কি যেনো? আমার নাম ধরে কি ডেকেছিলে? নাকি - আনত শুনেছি কেউ একজন বলেছিলো - "এসো" মনে মনে ভেবেছি্লাম তাই "তাইতো এসেছিলাম।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।