আমাদের কথা খুঁজে নিন

   

সাভার গার্মেন্টস দুর্ঘটনা নিয়ে রাজনীতি করলেন সাংবাদিকরাও

সাভার গার্মেন্টস দুর্ঘটনা নিয়ে রাজনীতি বন্ধ হোক। গার্মেন্টস দুর্ঘটনা নিয়ে রাজনীতি চলছেই। রাজনীতিবিদরা রাজনীতি করবেই। স্বরাষ্ট্রমন্ত্রীর পিলার ঝাকুনি, হেফাজতি আল্লামা সফির আল্লার গজব থিউরি, বদ চৌ এর তত্তাবধায়ক .... ইত্যাদির পর যুক্ত হয়েছে টিভি সংবাদ কর্মিদের রাজনীতি। আজ channel24 এর সাংবাদিক (তালাত মামুন) বললেন হরতাল কারনে এতগুলো মানুষ মারা গেল, হরতাল বানচাল দেখাতেই নাকি গার্মেন্টস গুলো চালু করে লোক ঢুকানো হয়! অতচ গার্মেন্টস সেক্টর সম্মদ্ধে যারা খোঁজখবর রাখেন তারা ভালকরেই জানেন প্রডাক্টসান খাত সবসময়েই হরতালের আওতা মুক্ত। (এটি অলিখিত জেন্টেলম্যান এগ্রিমেন্ট, বহু বছর ধরে চলে আসছে) আশুলিয়া, সাভার প্রভৃতি এলাকার কাউকে জিজ্ঞেস করলেই জানা যাবে। সবদলের হরতালেই গার্মেন্টস প্রডাক্টসান চালু থাকে। অতচ দলবাজ সাংবাদিক অবলিলায় এই দলবাজী বক্তব্য channel24 এ দিয়ে চলেছেন!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।