আমাদের কথা খুঁজে নিন

   

র্যাবের বিরুদ্ধে মামলা করব-জনৈক ফেন্সিখোর

এবার র্যাবের বিরুদ্ধেই মামলা ঠুকে দিবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন আমাদের এলাকার ফেনসিডিল খোর । রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেফতার করার সময় দুই বোতল নিরীহ ফেনসিডিলকেও আটক করা হয় । আর এতেই ক্ষেপেছেন ফেন্সিখোর । এব্যাপারে তার সাথে কথা বলতে গেলে তিনি বলেন ,"মাছ খাই না ,মাংস খাই না ,খাই খালি একটু ফেনসিডিল । অথচ এই ফেনসিডিলের সম্মানহানি !ইহা কিছুতেই মেনে নেওয়া যায় না ।

" নিখিল বঙ্গের সকল ফেন্সিখোর কে এক হবার আহবান ও জানিয়েছেন তিনি । শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আরেক ফেন্সিখোর মখা এবং মওদূদের সাথে এব্যাপারে কথা বলছেন । [লেখাটি সমপূর্ণ কাল্পনিক । বাস্তবতার সাথে কোন মিল নেয় । লেখার কিছু অংশ ইশতিয়াক আহমেদের ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া ।

] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।