গান পাগলা সহজ সরল মন ভোলা তবে অন্যায়ে প্রতিবাদী
রাজধানীর কোতোয়ালির জিন্দাবাহার পার্কে র্যাবের ক্রসফায়ারে রাসেল আহম্মেদ ভুট্টো (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। র্যাব জানায়, নিহত ভুট্টো হত্যা মামলার আসামি ছিল। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ ৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ, সাদা পোশাকধারী সদস্যরা রাসেলকে বাংলামোটর থেকে আটক করে নিয়ে গুলি করে হত্যা করেছে।
র্যাব-৩-এর সহকারী পরিচালক এনামুল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় তাঁতীবাজারসংলগ্ন জিন্দাবাহারের নবাব সিরাজ-উদ-দৌলা পার্ক এলাকায় র্যাবের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ওই এলাকায় ৪/৫ যুবককে ঘোরাফেরা করতে দেখে র্যাব সদস্যরা চ্যালেঞ্জ করে। দেহ তল্লাশি করার সময় যুবকদের একজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা করলে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ওই দলের একজন গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়।
এ পয্ন্ত যত গুলো ক্রসফায়ার হয়েছে সবইতো প্রায় একই ভাবে সংগঠিত হয়েছিল।
গান পাগলার মনে কিছু প্রশ্ন জেগেছে
১। কেন সব ঘটনায় নিদ্দীষ্ট একজন মানুষ মারা যায়???????
২। কেন সব সময় ভীকটীম মারা যায়???????
৩। যদি সরাসরি বন্দুক যুদ্ধ হয় তবে র্যাব সদস্য কারো হতাহতের খবর পাওয়া যায়না কেন????????
৪। র্যাবের বেশির ভাগ ক্রসফায়াের র কেন বিতক্ হয়??????
৫।
কেন ভুক্তভোগীরা র্যাবকে পেশাদার কিলার গ্রুপ মনে করে???????
র্যাবের এই গুপ্ত হত্যার পিছনের কাহিনি কি তদন্ত হবেনা কোনদিন....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।