মেহরাব হাসান প্রধানমন্ত্রী সংসদে বললেন- রানা যুবলীগ নেতা নয়। তিনি সাভার থেকে নেতা কর্মীদের লিষ্ট নিয়ে এসেছেন। সেখানে নাকি রানার নাম নেই। তিনি বললছেন সে আওয়ামিলীগের সাপোর্টার হতে পারে,তবে কোন নেতা নয়। তাহলে কে এই রানা? এতো গুলো মানুষ যে বলছে রানা যুবলীগ নেতা, তবে তা কি মিথ্যা?
প্রধানমন্ত্রী বলছেন তিনি নিজে তদারকি করছেন।
বিরোদলীয় নেত্রীর সমালোচনা করে বলেন- সেখানে তার যাওয়া ঠিক হয়নি। তার কারনে অনেকক্ষন যাবত উদ্ধার কাজ বন্ধ ছিলো।
তিনি বলছেন এই উদ্ধার তৎপরতা প্ৃথিবীতে নাকি বরল। খুব দ্রুত উদ্ধার কাজ চলছে। এতো তাড়াতাড়ি নাকি নিহত আহত সহ ১০০০ উপরে উদ্ধার করা কোথ হয়নি।
তিনি বলেছেন রানা প্লাজা ভবন ধ্বসে জড়িত ব্যক্তিদের সে যেই হোক যদি নিজ দলেরো হয় তবুও ছাড় নাই। শ্রমিকদের বিক্ষোভ কে উদ্দশ্য করে বলেছেন নাশকতা করে লাভ কি?উদ্ধার কাজে এগিয়ে আসুন।
তবে তিনি ইঙিত করলেন শ্রমিকরা বিক্ষোভ করো না। তোমরা শুধু লাশে মিছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।