আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়াকে কেন ভাদা বলা হইবে না এই মর্মে ব্লগ দরবারে রিট করলাম

অপেক্ষায় পাকিপছন্দ, গুয়াজমের সহযোগী খালেদা জিয়া ইদানিং তার রুচি বদলাচ্ছেন বা বদলানোর ভান করছেন। ভাদার দল আম্লীগের সাথে কুলিয়ে উঠতে না পেরে খালেদা জিয়া এখন ইন্ডিয়ান এম্বেসীতে পাসপোর্ট জমা দিয়েছেন। মনমোহন এতদিন সাধাসিধে চেহারার হাসিনাকে দেখে বিরক্ত হয়ে পড়েছিলেন। অবশেষে বাংলার চুলো ফোলানো, গোলাপী বেগম বলে খ্যাত বিশিষ্ট হলিউডি সানগ্লাসধারী গ্লামারাস খালেদা জিয়া মনমোহনের জীবনে আসলেন। মনমোহন তাই গাড়ীর কাছে যেয়ে বরন করলেন খালেদাকে।

খালেদা এখন ভাদা আম্লীগ যা দিচ্ছিল তার সবকিছুই বিম্পি দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ভাদাগীরির বাজার গরম এখন। কে কত বড় ভাদা তা দিয়েই নাকি পরবর্তী নির্বাচনের ফলাফল নির্ধারণ বলে বলে ভাদা পার্টির দালাল মুনতাসীরের লেখার পড়লাম। মুনতাসীর তার লেখায় আম্লিগকে পরীক্ষিত ভাদা হিসেবে উপস্থাপন করেছেন এবং নব্য ভাদা বিম্পি হতে ভারতকে সতর্ক থাকতে বলেছেন। যাই হোক এতদিন আম্লীগের কর্মীরা মুখ বুজে ভাদা ডাক শুনে এসেছে, কিছু বলতে পারে নাই।

হাসিনা ভাদা তার ভাদা উপাধি অনেকদিন এককভাবে ভোগ করেছেন। আর নয় এ অবিচার। এখন থেকে খালেদা ও তার বিম্পিকেও ভাদা উপাধিতে ভূষিত করার জোর দাবী জানিয়ে গেলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.