টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed কেন বলো তো, কেউ বলে পাগল, কেউ বলে আনমনা? আঁকতে শুরু করেছিল সে, পিছে কে, তা কে দেখে, মন তো মনের কথাই শুনে। কে কি বলল, তাতে কি আসে যায়, মন যা চায়, তাই কি ফলে যায়? সেই তো ভাল, যার তুলিতে ফুটে উঠে ঐ রোহিঙ্গার কষ্ট, যার ছবি বলে বাঁচাও আমার মেহমান, ওদের হেফাযত আমারও দায়িত্ব, যতদিন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। কি লিখতে কি লিখি, কোথায় শুরু কোথায় ইতি, চিঠি না কবিতা, ঝড় না আকাশ, ক্ষনে ক্ষনে বদলায়, লাইন কেটে,লাইন বাড়ায়। কেন বলো তো, কেউ বলে পাগল, কেউ বলে আনমনা। কে কি বলল, তাতে কি আসে যায়, মন যা চায়, তাই কি ফলে যায়? সে কবি, সে আঁকে ছবি, যে পথ তারে দিল ভুলিয়ে, রাগ-ক্রোধ-আগ্রাসন, সেই তো ভালো তোদের সব চেয়ারবাজি, আর চোর বাটপারি। সেই তো ভালো, যারা বলে বাঁচাও রোহিঙ্গা, বাঁচাও আমার মেহমান, ওদের হেফাযত আমারও দায়িত্ব, যতদিন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। কি লিখতে কি লিখি, কোথায় শুরু কোথায় ইতি, ঝড় না জলোচ্ছাস, এই বাংলাতেই মিলে মিশে করব বসবাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।