তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। আমি বিয়ে করবো সময় নাই, তাই আমার বন্ধু পাত্রী পছন্দ করে, কবুলের হ্যাট্রিক করে বিয়ে করে, আমার বৌকে দিয়ে গেলো আমার বাসায়। আর নয়তো হুট করে কম খরচে যে মেয়েটাকে বিয়ে করা যায়, তাকেই করে ফেলবো বিয়ে।
ঈদূল আযহা কিছুটা এমনই মনে হচ্ছে।
হযরত ইব্রাহীম [আঃ] কে বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে স্বপ্নে প্রিয় জিনিসকে কোরবানি করার স্বপ্ন দেখাচ্ছিলেন আল্লাহ্[swt]।
করলেন ও তাই হযরত ইব্রাহীম [আঃ] ।
আমাদের সবচেয়ে পছন্দের কিছু কিনতে এখন আমাদের সময়ের বড় অভাব। আর কিনতেও চাই ঠিক ঈদের আগের রাতে একে বারে সস্তা দামে। আফসোস দিন বেশী দূরে নয়, একদিন আমিও এমনটাই করবো।
সবাইকে যান্ত্রিক ঈদের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।