ভালোবাসা ভালোবাসি। আমার দেশের হুমায়ূন আহমেদের মৃত্যুর পর ওপার বাংলার মানুষ এটা নিয়া কোন মাতামাতি করে নাই, মিডিয়াতেও তেমন কিছু আসে নাই কিন্তু ওপার বাংলার সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর এপার বাংলার মানুষের মাতামাতি, অসংখ্য শোকগাঁথা, মিডিয়াতে শোকের পর শোক, শ্রদ্ধাঞ্জলি!!! শারদীয় দুর্গা পূজায় এপার বাংলার বিভিন্ন চ্যানেলের কোনায় দুর্গা পূজার একটা লোগো বানিয়ে প্রদর্শন করানো হয় যেমনটা আমাদের ঈদ এর সময়ে "ঈদ মুবারক" এই কথাটা লোগো আকারে সব চ্যানেলেই থাকে। কিন্তু ওপার বাংলার চ্যানেল গুলোতে তাদেরই দুর্গা পূজা নিয়ে কোন লোগো দেয়া ছিল না!! কিছু ফেবু ইউজার এবং ব্লগারদের প্রচণ্ড মাথা ব্যথা এই বিষয়গুলা নিয়া। কেনরে ভাই তারা যেইটাই করব সেইটাই কি আমগো করা লাগবো?? তারা আমগো হুমায়ূন রে নিয়া শোক প্রকাশ করে নাই হের লাইগা কি আমাদের তাদের সুনীল রে নিয়া শোক প্রকাশ নিষেধ?? তাদের চ্যানেলে দুর্গা পূজার লোগো মারে নাই হের লাইগা আমগো মারাও নিষেধ?? আরে ভাই হেডাম থাকলে জাননা অগো চ্যানেল গুলা বন্ধ কইরা দেন!!!আমি নিজে আপনাদের পদযুগলে চুমা খাইয়া আসব!! হুদাই আজাইরা বিষয় নিয়া কটকট করার মানে কি?? পরিশেষ বক্তব্য যাহাদিগের পশ্চাৎদেশে প্রদাহ হইতেছে তাহাদিগের উদ্দেশ্যে ; দয়া করিয়া ফেবু কিম্বা ব্লগে বমি করিবেন না, উহাতে তারা দুর্গন্ধযুক্ত হয়!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।