ঘরপোড়া গরু হলেও এখনো মেঘ দেখে ভয় পাই নি...
সুইস গেটে আটকে আছে জল।
জমে জমে বাড়ছে জলের উচ্চতা;
সেই সাথে জমছে বেদনা – ঘনিয়ে উঠছে,
সূর্য ওঠে ও অস্ত যায় – কত – কতবার
আর বেদনার মত জল
কিংবা জলের মত বেদনা
এসে এসে জমতে থাকে,
প্রতীক্ষার প্রহর গুণতে থাকে – কোনোদিন খুলবে হয়তো
পাহাড়ের মত অটল গম্ভীর সেই গেটের পায়ের কাছে।
হয়তো একদিন এই গেট খুলে যাবে –
ছাড়া পাবে বন্দী জল
প্রবল বেগের আনন্দে ছুটবে ওপারে,
বেদনা মিলিয়ে যাবে, মিশে যাবে
ওপারে – যেখানে তীব্র হাতছানি দিয়ে ডাকছে মুক্তি,
খলখল হাসিতে মেতে ওঠা,
স্বাধীনতার বেগবান উন্মত্ততা,
কিংবা স্বপ্নের খুব কাছাকাছি চলে যাওয়া
অথবা স্বপ্নকে ছুঁয়ে ফেলা।
এবং বেদনাগুলো স্মৃতিতে তুলে রাখা।
একদিন হয়তো এই গম্ভীর গেট উজ্জ্বল হাসির মত খুলে যাবে।
মিলবে বেগবান মুক্তি অথবা মুক্তির উন্মাদনা
বন্দী জল ছুটবে,
বেদনার চাপে মুমূর্ষু জল ছুটবে,
স্বপ্নের দিকে –
প্রবল বেগ –
প্রবল উন্মত্ততা –
চিরবহমানতা –
স্বপ্ন ও মুক্তির স্বাদ – আহা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।