প্রাগৈতিহাসিক কালের ওপার এপার আজম মাহমুদ প্রেম আমার তাকিয়ে আছে আমার দিকে প্রাগৈতিহাসিক কালের ওপার থেকে মিটি মিটি নিরব চোখে আর ক্রমশ দূরে সরে যাচ্ছে আমার প্রেম-দূরে আরও দূরে প্রাগৈতিহাসিক কালের অন্ধকারে। আর কোন দিন ফিরে না পাওয়া সেই প্রেম। এই চোখে, এই বুকে যার ছায়া পড়তো সেও ক্রমশ দূরে সরে যাচ্ছে- দূরে আরও দূরে ধরা ছোঁয়ার সীমানার ওপারে। আর ক্রমে নীল হয়ে উঠা এই আমি ক্রমশ গুনে যাচ্ছি অভিশাপের দিন-রাত্রি। আমার প্রেম, আমার কাম, আমার যৌবন সবকিছু নিয়েছে বিদায়- একমাত্র মৃতপ্রায় আমি পড়ে আছি প্রাগৈতিহাসিক কালের এপারে। ২৬.০৪.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।