ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ। একটি গনতান্ত্রিক দেশে জনগণের অধিকার আদায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল জবাবদিহিতা ও স্বচ্ছতা। মানে সরকার যা করবে তাঁর জন্য জবাব দিতে হবে জনগণের কাছে। আমি বিশ্বাস করি নতুন প্রজন্ম গোঁড়া রাজনৈতিক পক্ষপাতি না। আমরা সরকারের সাফল্যে তাদের ধন্যবাদ দিব আবার ব্যথতায় কৈফতও চাইব। একটা দেশের স্বাধীন নাগরিক হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিনিধি দলগুলোর সাধারন প্রতিশ্রুতি ছাড়াও দেশের বর্তমান সমস্যা গুলোর ব্যাপারে তারা কি করতে যাবে তা আমাদের জানা বুঝে নিতে হবে। আমারও কিছু প্রশ্ন আছে তাদের নিকট। এসব প্রশ্নের উপযুক্ত জবাব প্রতিনিধিদের ভোটব্যাংক ভারি করবে এটাই সঠিক গনতন্ত্র। আমার মনে আশা কিছু প্রশ্ন এখানে দিলামঃ ১. দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে আপনাদের ভূমিকা কি হবে ? ২. দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পুরন তারা কিভাবে করবেন ? ৩. রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে বর্ষাকালে জলাবদ্ধতা কিভাবে দূর করবেন ? ৪. যানজট সমস্যা সমাধানের ব্যাপারে আপনার বাস্তবসম্মত পরিকল্পনা কি ? ৫. বেকার সমস্যা সমাধানের ব্যাপারে আপনার পরিকল্পনা কি ? ৬. ইন্টারনেটের গতি বাড়ানো, দাম কমানোসহ আধুনিক প্রযুক্তির প্রসারের ব্যাপারে কি পরিকল্পনা? ৭. সাধারণ নাগরিকদের অন্যায়ের বিচার স্বল্পতম সময়ে করার জন্য আপনাদের উদ্যোগ কি ? ৮. শিক্ষাঙ্গনে রাজনীতির ব্যাপারে আপনাদের চিন্তা কি? ৯. দেশের পরিবহন ব্যবস্থার ব্যাপারে তাদের পরিকল্পনা কি? সড়ক দুর্ঘটনা, লঞ্চ ডুবি, ট্রেন সময় মত না ছাড়া এসব ব্যাপারে আপনার ভূমিকা কি হবে? ১০. চাদাবাজি, সন্ত্রাস, চুরি, ছিনতাই বন্ধে আপনাদের পরিকল্পনা কি ? ১১. ক্রমবর্ধমান জনগণের উন্নত চিকিৎসা ব্যবস্থা কিভাবে নিশ্চিত করবেন ? ১২. খাদ্যে ভেজাল, ফরমালিন, ডিম ছাড়বার মৌসুমে মাছ ধরা এসব ব্যাপারে কি কি পদক্ষেপ নেয়া হবে? ১৩. সরকারি বিভিন্ন নিয়োগে কোটার পরিমাণ কমিয়ে মেধাবীদের সুযোগ দিবেন কিনা ? ( আমার মতে কোটা থাকা উচিত না) ১৪ বি,সি, এস, পরীক্ষা , দেশের সরকারি দপ্তরগুলোকেনিয়োগ সংক্রান্ত জটিলতা ও ঘুষের প্রচলন বন্ধ করায় তাদের উদ্যোগ কি হবে? ১৫. কৃষি ক্ষেত্রে সুযোগ সুবিধা কি থাকবে? সার-বীজের দামের ব্যাপারে কি করবেন? আধুনিক কৃষি ব্যবস্থা নিশ্চিত করার ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? ১৬. দেশে গবেষণামূলক কার্যক্রমে আপনাদের পদক্ষেপ কি? দেশের শিক্ষার মান উন্নয়নে আপনাদের পদক্ষেপ কি? ১৭. পরিবেশ রক্ষা, বন্য প্রাণী সংরক্ষন, দেশে কারখানার বর্জ্য-ড্রেনের পানি দিয়ে নদী যে দূষণ হচ্ছে তার ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? ১৮. দেশের বাণিজ্য পরিস্থিতি উন্নত করার জন্য দেশের বাণিজ্য-শিল্প আইনের সংশোধন, সল্প আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হবে কি? শেয়ার বাজারের স্থিতিশীলতার ব্যপারে আপনারা কি করবেন ? ১৯. দেশের পর্যটন খাতকে উন্নত ও বিশ্বমানের করার জন্য আপনাদের পরিকল্পনা কি? ২০. দেশে আউটসোর্সং এর প্রসারের জন্য আপনারা কি কোন উদ্যোগ নিবেন? বস্রশিল্প, মৎস্য- চিংড়ি শিল্পকে বিশ্বমানের করা ও শ্রমিকদের উপযুক্ত মজুরি দেয়ায় আপনাদের পরিকল্পনা কি? যদি নির্বাচনে পরাজিত হয় তাহলে তাদের কি কি পদক্ষেপ থাকবে? তারা কি আবার কারনে অকারনে Walkout করবে? দেশের স্বার্থে না নেতার মুক্তির স্বার্থে হরতাল করবে? হরতালে সরকারের না জনগনের গাড়ি ভাংচুর করে ক্ষতি করব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।