মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd একজনরে জিগাইলাম ভাই, মহাজোটের একজন মন্ত্রী যখন আপনাগো অনশন ভাঙ্গাইল, তখন আপনারা কইছিলেন ৪ এপ্রিলের মধ্যে জামাইত্যাগরে নিষিদ্ধ না করলে আপনারা আরও কঠোর কর্মসূচি দিবেন। মাগার এপ্রিলের ৪ তারিখ পার হইয়া আইজকা জুনের ৪ তারিখও শেষ কিন্তু আপনাগো কোন কথা-বার্তা হুনি না, কাহিনী কি? হে আমার উত্তর না দিয়া ডাইরেক্ট ব্লক মারছে। এহন মুই কই যামু? মোর যে শহীদ রুমী স্কোয়াডের আপডেট জানবার মুঞ্চায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।