আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছা পূরণ

সকালে ৫:৩০ এ গেলাম গরু ছাগলের হাটে। উদ্দেশ্য হচ্ছে খাসি কিনে তার দড়ি ধরে হাট থেকে বাসায় নিয়ে আসা। হাটে গিয়ে শুরুতেই দেখি গরুরা মাত্র ঘুম থেকে উঠল। বিশাল এক গরুর দাম শুনে মাথাটা ঘুরে গেল। পানির দামে গরু।

(একবার ভাবলাম পরের বছরের জন্য কয়েকটা কিনে রাখি। ভাল দামে পরের বছর বেচা যাবে। ) । ছাগলের কাছে গিয়ে দেখি ছাগলের দাম গরুর দামের চেয়ে অনেক বেশি। মনের দুঃখে ছাগল বাদ দিয়ে গরু কিনলাম।

দুই ভাই বোন গরুর দড়ি দুই দিকে ধরে হাঁটা শুরু করলাম। আব্বু গাড়িতে ছিল। পিছনে পিচ্চি কাজের ছেলে। দুই ভাই বোন এ দড়ি ধরে টেনে হাট থেকে বাসায় আনলাম। রাস্তার মানুষ গরু রেখে আমাকে দেখে।

জীবনেও মনে হয় এত বড় মেয়ে কে গরু নিয়ে যেতে দেখেন নাই। গরু দৌড় দেয় আর আমিও গরুর সাথে পাল্লা দিয়ে ছুটি । অবশেষে আমার হাট থেকে নিয়ে গিয়ে গরু কেনা এবং গরুর দড়ি ধরে হাট থেকে বাসায় আনার যে ইচ্ছা সারাজীবন ধরে ছিল সেটা পূরণ হল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.