মাঝে মাঝে মনে হয়, সকালে উঠে ব্লগ খুলে দেখব আমি হিট ব্লগার হয়ে গেছি । সকালের স্বপ্ন পুরন না হওয়াই ভালো আজকাল টিউন থেকে সফট ডাউনলোড করতে এ ওয়েবসাইট ও ওয়েব ঘুরে নানা অ্যাড স্কিপ করতে হয়। আপনাদের কষ্ট দিতে চাই না । কোন রকম ফাক ফোকর না রেখে সরাসরি ডাউনলোড করার জন্য একজন ভুক্তিভুগি হিসেবে ডাউনলোড এবল পোস্ট করা শুরু করলাম।
সফটটির নাম zd screen recorder ।
ভাই রে দাম অনেক । লেটেস্ট ভার্সন বের হইছে । নতুনটির অনেক খুজেও সিরিয়াল কি/ ক্র্যাক পাইলাম না । আপনারা খোঁজ নিতেন পারেন । তবে যেটা দিছি, এটার সিরিয়াল কি কাজ করবে, গেরানটিড।
ZD SOFT
Screen record করার জন্য অনেকে ফ্রাপ্স, ফাস্টস্টোন ব্যবহার করে । তবে এটাই বেস্ট । কেন বলছি, ব্যাবহার করলেই বুঝবেন।
এর কিছু ফিচার বলিঃ
১। ইউটিউব থেকে নির্দিষ্ট অংশ capture ।
২। HD গেম রেকর্ড করতে পারবেন । অনেক হাল্কা তাই হাং হবে না ।
৩। ভিডিও ভিভিন্ন কোডেক অনুযায়ী সেভ করতে পারবেন ।
টাইপ করা কষ্টের । এখান থেকে বাকি ফিচার গুলো দেখে নিবেন ।
ও হ্যাঁ, ভিতরে ১ মিলিয়ন সিরিয়াল কি দেওয়া আছে । তবে পুরনো। কাজে নাও আসতে পারে ।
ডাউনলোড লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।