আমাদের কথা খুঁজে নিন

   

সবাই এখন জঙ্গি। পুলিশের ধারণা, তারা মধ্যপ্রাচ্যের কোনো জঙ্গি সংগঠনের সদস্য হতে পারেন।

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিডিং ব্রিজের ছাদ থেকে লাফিয়ে প্লেনে ওঠার সময় ২ বিদেশিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (বিপিবিএন) সদস্যরা। আটককৃতরা হলেন- মুরাদ মুহাম্মদ (২৫) ও জামাল মুহাম্মদ (২৬)। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে তারা মরক্কোর নাগরিক বলে জানা গেছে। বিমানবন্দর সার্কেলের এএসপি এহতেশাম রাতে বাংলানিউজকে জানান, বুধবার রাত ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৬ নম্বর বিডিং ব্রিজ থেকে লাফ দিয়ে গালফ এয়ারলাইন্সের বাহরাইনগামী এক প্লেনে (জিএফ ২৪৯) ওঠার চেষ্টা করলে আর্মড পুলিশ কনস্টেবল ইমাম ও নাহিদ তাদের ধরে ফেলেন। পরে তাদের আটক করে বিমানবন্দরের এপিবিএন কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি শোয়েব বাংলানিউজকে জানান, আটককৃতরা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের চোঁখ ফাঁকি দিয়ে বিমানবন্দরের ছাদ টপকে সুকৌশলে প্লেনে উঠার চেষ্টার করছিল। তাদের আটক করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতার হওয়া দু’জনই আরবি ভাষায় কথা বলেন। তাদের কাছে চট্টগ্রাম থেকে ঢাকা আসার দু’টি বিমান টিকিট ও বেশ কিছু ডলার পাওয়া গেছে। এ ব্যাপারে বিমানবন্দরের দায়িত্বরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

তাদের তল্লাশি করে আগামী ২৫ অক্টোরের এমিরেটস এয়ারলাইন্সের একটি টিকিট পাওয়া যায়। তবে তাদের কাছে কোনো পাসপোট বা ভিসা পাওয়া যায়নি। পুলিশের ধারণা, তারা মধ্যপ্রাচ্যের কোনো জঙ্গি সংগঠনের সদস্য হতে পারেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.