রাজনীতিবীদদের ঘৃণা করি--- লেখাটি সম্পূর্ণরূপে ফেসবুক থেকে সংগৃহীত Click This Link
ভাগ্য ভাল মেয়েরা গরু কিনতে যায় না। গেলে গরুর দফারফা হয়ে যেত।
কোন আপুকে যদি গরুর বাজারে পাঠানো তবে তিনি যেরকম গরু কিনতে চাইবেন.........
১.গরুকে দেখতে সুইট হতে হবে,চেহারায় মায়া থাকা লাগবে।
২.চোখের নিচে কালি থাকলে চলবে না।
৩.স্মার্টলি লেজ নাড়াতে হবে।
গাঁইয়্যার মত লেজ নাড়ালে হবে না।
৪."হাম্বা" ডাকে অবশ্যই কন্ঠস্বর ভরাট এবং হৃদয় খানের মত সুইট হতে হবে।
৫.গায়ের রং দুধে আলতা না হোক লাল রঙের ডিব্বায় হলুদ হতে হবে।
৬.গরুর দৃষ্টি বেয়াদবের মত হলে চলবে না, সুইট করে তাকাতে হবে।
আর গরু বিক্রেতা গরুর দাম যদি ৫০ হাজার বলে আপু অবশ্যই অভ্যাশবসত ৫ হাজার থেকে দামাদামি শুরু করবেন।
সবচে বড় কথা উনি গরু কিনে আনতে আনতে কোরবানীর দিন পার করে ফেলবেন। ভাগ্যিস! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।