আমাদের ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয় কনডমের একটি বিজ্ঞাপন দেখেছিলাম ইউটিউবে। আপনারাও দেখেছেন অবশ্যই। না দেখে থাকলে অবশ্য এখন দেখতে পারবেন না। কারণ ইউটিউব বন্ধ।
সঙ্গীর পরীক্ষা নেয় এক সঙ্গিনী।
পুরষটি বাড়িতে প্রবেশ করে।
--তোমার বোন বাড়িতে নেই।
কামার্তের মত ভঙ্গিতে জবাব, আমি আছি।
পুরুষটি দৌড়ে গাড়িতে যায় কনডমের প্যাকেটি আনার জন্য।
এরই মধ্যে পেছন থেকে আওয়াজ ভেসে আছে।
তুমি পাশ করেছ।
রেজওয়ানুলের ব্যাপারটাকেও কি সেরকম বলা যায়? অল্পবয়সী এক যুবককে বোঝানো হল কাজটা কর, এটা ভালো হবে, করা উচিত। আবার যারা বোঝাল তারাই গ্রফতার করল।
মানে সন্ত্রাসী হামলার ঝুঁকি আছে এটা বোঝানোর জন্য যখন আর সন্ত্রাসী পাওয়া যাচ্ছে না, তখন সন্ত্রাসী বানিয়ে নিয়ে গ্রেফতার করা হচ্ছে।
বিজ্ঞাপনটির শিক্ষা হচ্ছে কনডম পকেটে না রেখে গাড়িতে রাখ।
জানি না, রেজওনুলের জন্য শিক্ষা কি।
চোরকে বল চুরি কর। গৃহস্থকে বল ধর ধর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।