তাশফী মাহমুদ
পোশাকের ডিজাইন পরিবর্তন করলেই যদি সাফল্য পাওয়া যায়, তাহলে বলতে হয় ক্যারোলিন ওজনিয়াকির এ প্রচেষ্টা শতভাগ সফল। এই তো রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত কার্পেট সারফেসের মেয়েদের টেনিস আসর ‘ক্রেমলিন কাপ’-এর শিরোপা জিতেছেন তিনি। রবিবার অনুষ্ঠিত ফাইনালে সাবেক নাম্বারওয়ান তারকা ওজনিয়াকি হারিয়ে দেন আসরের শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে। এ আসরে ওজনিয়াকিকে দেখা গেছে নতুন রঙের ও ডিজাইনের পোশাক পরে খেলতে। এ পোশাকের ডিজাইন করেছেন স্টেলা ম্যাক্কার্টনি।
অনেক খেলোয়াড়কেই দেখা যায় নিজের খেলার পাশাপাশি প্রায়ই সময় পেরেই গলফ নিয়ে মেতে উঠতে। ড্যানিশ টেনিসকন্যা ক্যারোলিন ওজনিয়াকিও এর ব্যতিক্রম নন। ইদানীং তার খায়েস হয়েছে গলফ খেলা শিখবেন। টিপস্ নিয়েছেন।
রাশিয়ার নাম্বারওয়ান টেনিস খেলোয়াড় রাশিয়ার ইয়েভগেনি ক্যাফেলনিকোভের কাছে! পাঠক প্রশ্ন করতে পারেন এত খেলা থাকতে কেন গলফ শিখতে চান ওজনিয়াকি? তারও আবার কোন গলফার বাদ দিয়ে একজন টেনিস খেলোয়াড়ের কাছে? উত্তর ওজনিয়াকির প্রেমিক হচ্ছেন বর্তমান বিশ্বের এক নম্বর গলফার নর্দান আয়ারল্যান্ডের রোরি ম্যাকলরয়।
ম্যাকলরয়কে ওজনিয়াকি তাঁর গলফ দক্ষতা দিয়ে মুগ্ধ করতে চান। আর টেনিস খেললেও ইয়েভগেনি চমৎকার গলফ খেলেন।
ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ক’দিন আগেও ছিলেন নাম্বারওয়ান। মাঝখানে ফর্ম-ফিটনেস হারিয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন (১১)। ৩১তম ডব্লিউটিএ ফাইনাল খেলা ওজনিয়াকি জিতেছেন ২০টি শিরোপা।
আর হেরেছেন ১১ ফাইনালে। এ বছর জিতেছেন কোরিয়া ওপেন আর ক্রেমলিন কাপের শিরোপা। আর হেরেছেন কোপেনহেগেন ওপেনের শিরোপা। ৪টি আইটিএফ টাইটেল জেতা ড্যানিশ সুন্দরী ক্যারোলিন টেনিস খেলে এ পর্যন্ত আয় করেছেন ১ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৯৭৭ ডলার। এককে তাঁর জয়-পরাজয়ের রেকর্ড হচ্ছে ৩৪০ ম্যাচে জয়, ১২৭ ম্যাচে হার।
এখন দেখার বিষয়, পোশাকের রং ও ডিজাইন বদলে আগামীতে আর কত সাফল্য পান তিনি।
সবচেয়ে লুল ছবি !!!!!!!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।