আমাদের কথা খুঁজে নিন

   

যতদিন বাঁচবো, মানুষ থেকেই বাঁচতে চাই (উৎসর্গ: রাতমজুর)

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

আমি প্রতিনিয়ত যুদ্ধ করি! আমার চারপাশে বারুদের গন্ধ, মাথার ভেতর মস্তিষ্ক যেন বিস্ফোরিত হতে চায়। হায়েনারা দাঁত বসায় - আমার জীবনে; মরি খেকোর দল উল্লাস করে আমার জগৎ নিয়ে! আমি যুদ্ধ করে যাই। দেশ নায়, পৃথিবী নয়, সমাজ নয়, আমি কারও কাছে কিছু প্রত্যাশা করি না। এও জানি দিতে পারবো না তেমন কিছুই, তবু জন্ম থেকে লালিত একটি স্বপ্ন বুকে বয়ে বেড়াই এই একটুকরো মাটির জন্য কিছু করে যাব, যেখানে আমার জন্ম। চারপাশের অসাধুতা আমাকে গ্রাস করতে চায়, আমি যেন তাদের মত ভূত হয়ে যাই! তাই আজো মানুষ হয়ে বেচে থাকার সংগ্রাম করে যাচ্ছি। আমার প্রতিরোধ ভাঙবে শেষ নিঃশ্বাসে; যেদিন বিজয়ের প্রশান্তিতে দু'চোখ বুজবো। আহ্! মানুষ হয়ে বেঁচেছিলাম!! (ধ্রুব ভাই এর সাথে অল্পদিন পরিচয়। তবে দ্রুতই সে আমার শ্রদ্ধার একজন মানুষ হয়ে উঠছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.