আমাদের কথা খুঁজে নিন

   

দাম্ভিকতা না কৃতজ্ঞতা

দাম্ভিকতা না কৃতজ্ঞতা মনোরম শোভায় তোমার অবয়ব কিন্নরী কণ্ঠের সুরেলা আওয়াজ বিকশিত চোখ মায়া ছড়ানো , অধরযুগল যুগযুগের সৌন্দর্য সঞ্চারি ; নিপুন শিল্প তুমি প্রকৃতির দাম্ভিকতা না কৃতজ্ঞতা ? পরতে পরতে শব্দ বুনন অনাদিকাল ধরে কল্পনায়, নানা উপমায়; নানা অলংকারে তত্ত্বে – আত্মমগ্ন কবি- লেখক তোমার সৌন্দর্য বর্ণন ; নিপুন শিল্প তুমি প্রকৃতির দাম্ভিকতা না কৃতজ্ঞতা? এরপর কি আর কেউ থামে শিল্পের কারুকার্য বাড়াতে- সবাই তৎপর; রীতিমত গবেষণা কত পদ্ধতি; কত প্রচেষ্টা; বস্ত্রাবরনে; গহনায়; নানাউপায়ে ; নিপুন শিল্প তুমি প্রকৃতির দাম্ভিকতা না কৃতজ্ঞতা ?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।