আমাদের কথা খুঁজে নিন

   

ঈমাম সাহেবের সাথে কুরবানির যে প্রসঙ্গে আমার বাহাস হল

জুমা মসজিদের ইমাম সাহেব কোরবানির ফজিলত, নিয়ম কানুন ইত্যাদি বয়ান করলেন। এক পর্যায়ে বললেন , আপনারা ৪০ হাজার ৫০ হাজার টাকা দিয়ে কোরবানির গরু কিনেন অথচ যে হুজুর গরু জবাই করে তাকে ২/৩ শ টাকা দিতে পারেন না, এটা লজ্জা জনক । আমি বললাম , হুজুরকে দিয়ে গরু জবাই দিতে হবে কেন ? ইমাম সাহেব যেন শক খেলেন । হাজেরিনে মজলিস থেকে এধরণের নাদান প্রশ্ন আসতে পারে এটা বোধ হয় উনার কল্পনায় ছিল না । মজলিস ও আমার দিকে '' বেয়াদব ছেলেতো '' টাইফ দৃষ্টিতে তাকিয়ে আছে ।

আমি প্রশ্নটা আবার করলাম, সাথে এও বললাম , আমি যতদূর জানি কোরবানি দাতার নিজ হাতে কোরবানি করা উত্তম । আপনি কিন্তু একবারও কোরবানি দাতার নিজ হাতে কোরবানি করা যে উত্তম একথা বলেননি । ইমাম সাহেব বললেন , অশিক্ষিত মানুষ জন ঠিক মত সুরা কেরাত জানেনা, ভুল ত্রুটি হলে কোরবানিটাই বরবাদ হয়ে যাবে । তাই ----- -- সুরা কেরাত না জানলে আপনি শিখিয়ে দিবেন। যারা নামাজ আদায় করতে জানে তারা আল্লাহু আকবর বলে পশু জবাই দিতে পারবেনা এমন তো মনে হয় না ।

-- নিয়ত , নিয়ত কে বলবে ? নিয়ত জানতে হবেনা ? -- না জানলে আপনি শিখিয়ে দিবেন , মূকতাদীরা সঠিক ভাবে ধর্ম কর্ম পালন করতে পারছে কিনা , ধর্মীয় কোন নিয়ম কানুন না জানার কারনে তারা অত্যাধিক সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ইমাম সাহেব তো বটেই যে কোন আলেম সাহেবেরই দায়িত্তের মধ্যে পড়ে । আরও বললাম ,গতবার আমাদের পাড়ায় যিনি পশু হালাল করেছিলেন । উনি আমাদের পাশের প্রতিবেশীর গরু জবাইয়ের সময় , কার কার নামে কোরবানি হবে বলেন বলেন করেই বিচমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবাই করে দিলেন । নাম যিনি বলছিলেন তিনি ততক্ষণে ৭ নামের মধ্যে ৪ জনের নাম পিতার নাম বলতে পেরেছিলেন । উনি এখানে উপস্থিত আছেন , আমি উনাকে বলেছিলাম হুজুর এটা কি হল , উনি নামগুলি বলার আগেই আপনি ---- হুজুর বলেছিলেন , প্রত্যেকের নাম বলার দরকার নাই, ''' দাতারা যাদের নামে কোরবানি দিতে মনস্থির করেছে''' বললেই হয়ে যাবে ।

আমার কথা হল এত সহজ নিয়মের পরেও সাধারন মানুষ নিজ হাতে কোরবানি করে অধিক সওয়াব হাসিল করতে পারবেনা কেন ? মসজিদের ভিতর গুঞ্জন কোলাহলে রূপ নেয়া শুরু করেছে , ২/৩/শ টাকা বেঁচে যাবে এই আশায় নাকি নিজ হাতে কোরবানি করে অধিক ফায়দা হাসিলের আশায় ততক্ষণে প্রায় সকল মুসল্লি আমাকে সাপোর্ট করা শুরু করেছে । অবশেষে উপস্থিত কয়েক জন আলেমের মধ্যস্থতায় , বিচমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজ হাতে কোরবানি করা উত্তম ঘোষণা দিয়ে ইমাম সাহেব খোতবা শুরু করলেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.