টাকার রোজগার না করতে হলে জীবনটা বেশ আশ্বিনের মিষ্টি রোদের সকালেরই মতো ধানী লাল ঘাসের মাঠে শিশির মাড়িয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেড়িয়ে কাটিয়ে দিতাম....নদী থেকে নদীতে....মাঠ থেকে মাঠে....সকাল থেকে সন্ধ্যে :] কম বেশি অনেকেই গানটি শুনেছেন এবং তাদের নিশ্চই ভালো লাগে শুনতে। আমারও ভালো লাগে গানটা। ভিষনরকম ভালো লাগে। রুদ্র'র এই গানটি লেখার পেছনে অনেকে অনেক ব্যাখ্যাই দেয়। আমি যেই ব্যাখ্যাটা জানি সেটা হচ্ছে রুদ্র'র স্ত্রী তসলিমা নাসরিন (বাংলাদেশী নাস্তিক লেখিকা) কে লিখে যাওয়া রুদ্র'র suicide note এই গানটি। অবশ্য তার মৃত্যুর জন্য মাদক সেবন কেও দায় করা হয়। মাত্ত্র ৩৪ বছর বয়সে তার অকাল মৃত্যু হয়। যায় হোক....এই গানটি আমার ভিষন প্রিয়। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ তেমনি তোমার গভীর চ্নোয়া ভিতরের নীল বন্দরে ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ দিও তোমার মালা খানি বাউল এর এই মন টা রে ডাউনলোড লিংক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।