আমাদের কথা খুঁজে নিন

   

একতায় জাগো

আমি নিতান্ত সাদমাটা মানুষ। বলারমত কোন পরিচায় নাই। নিরামিষ মানুষ । ঘুমিয়ে এ কেগো নেশার পেয়ালা পিয়ে লুপ্ত চেতনা স্পন্দনে লাশ যেন জিয়ে। সত্যের ডেরায় গর্বিত পদচারনে মিথ্যা এ কোন অশ্লীল নগ্ন রুপায়নে।

হিঙস্রতায় সারাজাহান ছারখার আঘাতে রক্তাক্ত মানবতা অনিবার। জাগো হুঙকারে সিঙহ সাবক দল ক্লান্তি ভুলে ভাংগো পাপোর এ শৃঙখল। যুদ্ধের দামামা বাজে শুনো দিকে দিকে জুলুম অবসানে মরন ঘুর্ণিপাকে। জিহাদের ময়দানে ঝড়াবি কে খুন? ইসলামি ঝান্ডায় হটবেই শকুন। বীর সৈনিক অগো মুজাহীদ জনতা ক্রন্দন, অশ্রু মুছে ফেল, গড় একতা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।