আমাদের কথা খুঁজে নিন

   

ফাটল দেখাইয়া আর কতকাল ফাকাইবেন কর্তা?

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো লালন শুধায় "রাজেশ্বর রাজা যিনি চোরেরও শিরোমণি নালিশ করিব আমি কোনখানে কার নিকটে" নালিশ শোনার কেউ নাই। বিচার করার কেউ নাই। উচুভবনের দুই পায়ের সুবেশী প্রাণীরা নিচু ভবনের দুই পায়ের আধানাংগা খেটে খাওয়াদের নিংড়ে ব্যবসা করেন, সমাজে উদ্দ্যগ্ক্তা সাজেন। এদের ধরতে নাই। ব্যবসায়ী গ্রেফতার করলে ক্ষমতার সাম্যাবস্থা, অর্থনীতির মেরুদন্ড চোট্ পায়।

এরা সংবেদনশীল বিলুপ্ত প্রায় পান্ডা। এদের নিরাপদ প্রজননের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা করা হয়। আমি বরং সাধারণদের দুইটা গালি দিয়া রাতের টক শোতে কিছু বিজ্ঞ মতামত শুইনা উপসংহার টানি- কিসসু হবে না এদেশে। মঙ্গলবার ফাটল দেখা দিসে, বুধবার পুরা বিল্ডিং ধ্বসে পড়সে সাভারে। যেটা হবার সেটাই হইছে।

কিন্তু ফাটল দেইখাও ঐখানে শতশত মানুষ কাজ করতে গেল কেন? কারণ মালিক সাহেব বলসে- 'বুঝলি উপেন, এ সামান্য ফাটল। কাজ কর মাহিনা পাবি' এর আগেও এমন করেছি আমরা। চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ধ্বসার আগেও দুই-তিনবার ধ্বস দেখে কাজ থামানো হইসে। তার নিচে ফাকা জায়গায় দোকান পাট, গাড়ি চলাচল চলেছে। কেউ ভাবে নাই একদিন ওটা আবার ভেঙ্গে পড়বে।

সরকার প্রশাসন কেউ ওটা ভেঙ্গে ফেলার তাগিদ দেয় নাই। কিছু দুই পায়ের মানুষের মাথায় যেদিন ভেঙ্গে পড়ল, সেদিন আমরা আহাজারি শুরু করলাম। এরপর সেই কোম্পানির কারো কিছু হয়েছে শুনি নাই। আগ্রহ নাই। এরচেয়ে ঠের গুরুত্বপূর্ণ খবর আছে পত্রিকায়।

সনি লিওনের বাড়ি ভাড়া পাচ্ছেন না কেন, সাইফের বিয়েতে কারিনা কি পড়বেন, কে আস্তিক, কে নাস্তিক, কে কে নতুন রাজাকার খাতায় নাম লিখলো- অনেক ইন্টারেস্টিং সংবাদ। কিন্তু কিছু সংবাদ ফিরে ফিরে আসে। যেমন, আগেও গার্ডার কেটে, টেনে সরিয়ে উদ্ধার করার পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব ছিল। এখনো আছে। যেন এই যন্ত্রগুলা মাঝে মাঝে দরকার পরে বলে কেনার দরকার নাই।

বাংলাদেশে ভূমিকম্প হলে যখন একসাথে এমন শত শত রানা প্লাজা ভেঙ্গে পড়বে তখনো শুনতে হবে 'পর্যাপ্ত যন্ত্রপাতি নাই' মাননীয় সাধু চোরদের কাছে জানতে চাই, বিলিয়ন ডলারের রাশিয়ান সাবমেরিন দিয়া আমাদের উপরে ধসে পড়া বিল্ডিং টাইনা তুলবেন? নাকি সাগরের জেলেদের নিরব গণহত্যার পাহারা দিবেন? আমাদের বিভক্ত করার নানান মেকানিজম আপনারা টাইনা আনছেন, ধর্মে, শিক্ষায়, সংস্কৃতিতে, সংবাদমাধ্যমে। আমাদের মইধ্যে এমন ফাটল দেখাইয়া আর কতকাল ফাকাইবেন কর্তা? আপনাগো সময় আর বেশি নাই। যে গতিতে সাধারণ স্থানীয় মানুষ ঝাপায়া পড়সে উদ্ধার করতে, দূর দুরন্ত থিকা শত শত রক্তের ব্যাগ নিয়া ছুইটা গেছে, রাস্তায় পাশেই পানি দিতেছে, বিনা পয়সায় অপারেশন করাইতেছে- তাতে বুঝা যায় আপনাদের সময় আর বেশি নাই কর্তা। আপনি যতবড় যুবলীগ হন, পাগল হন, মুজিবের মাজারের খাদেম হন - রক্ষা নাই। এই দেশের কিসসু না হইলেও আপনের কিসু একটা হবেই।

-------------------------------- লেখাটা অনেক শেয়ার হয়েছে- তাই এখানেই উদ্ধারকাজের আপডেট দেই। সবাই প্লিজ দল মত ভুলে সাহায্য করুন সাভার ট্র্যাজেডিতে সাহায্য করতে চান: কাকে পৌঁছাবেন আপনার সাহায্য? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।