ক্লান্তির পিছু ঘুরে ঘুরে বড্ড ক্লান্ত আমি। একটু খানি প্রাপ্তি দরকার। সারাদিনের ক্লান্তি ঠেলে তবুও আঁধার ঘনায়, কাজ-অফিস-ব্যাস্ততা সবই যেন মিথ্যে তখন, সব পেছনে ফেলে যেন- তখন ভালোবাসা শুধুই নীরবতা। সদা হাসসজ্জল মুখটাও যেন হতাশার প্রতিচ্ছবি তখন, কি আশ্চর্য, চঞ্চল মুখের ফাঁক গলে, ভুল করেও যেন একটি শব্দ হেসে উঠেনা একটিবার। তবুও প্রতিদিনই মিথ্যে হাসির অপেক্ষা, তবুও প্রতিদিনই সবচেয়ে ভাল- অভিনয় শিল্পী হবার প্রতিযোগিতা, তবুও শেষমেশ একই চেষ্টা- ভালবাসতে এই বেঁচে থাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।