আমাদের কথা খুঁজে নিন

   

সারা জীবন অভিনয় করে যেতে চাই

কোথায় এখন?

ঈদের একটি নাটকের কাজে সিরাজগঞ্জ আছি। 'রিটায়ার্ড চোর' শিরোনামের একটি নাটকে অভিনয় করছি। নাটকের গল্পটি নিয়ে এখনই আমি কিছু বলছি না। শুধু বলব এটি ঈদের একটি বিশেষ নাটক। নাটকটি আরটিভিতে প্রচার হবে।

 

ঈদে আর কি কি নাটকে কাজ করছেন?

প্রতিবারের মতো এ ঈদেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করছি। কিছুদিন আগে শামীম জামানের পাঁচ পবের্র ঈদের বিশেষ ধারাবাহিক 'ফলস আইটেটে'র শুটিং করেছি। পূবাইলে এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি ঈদে বৈশাখী টিভিতে প্রচার হবে। নাটকের গল্পটি অনেক মজার।

আশা করছি ঈদে এ নাটকটি দর্শকদের বাড়তি আনন্দের জোগান দেবে।

 

একটু পেছনে ফিরে তাকাতে চাই। ছেলেবেলায় অভিনেতা জাহিদ হাসান কেমন ছিল?

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আমার প্রচণ্ড ঝোঁক ছিল। তাই স্কুলজীবনে 'সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় নাট্যদলে' যোগ দিয়েছিলাম। তখন 'সাত পুরুষের ঋণ' নাটকে নিয়মিত অভিনয় করতাম।

 

ছোটপর্দায় অভিষেক হয় কিভাবে?

১৯৮৪ সালের ১০ আগস্ট 'সাত পুরুষের ঋণ' মঞ্চ নাটকটি বিটিভিতে প্রচারের মাধ্যমে আমার ছোটপর্দায় অভিষেক ঘটে। এরপর ১৯৮৯ সালে বিটিভির অডিশনে উত্তীর্ণ হই। ১৯৯০ সালে আমার অভিনীত প্রথম টিভি নাটক 'জীবন যেমন' প্রচারিত হয়। ১৯৮৬ সালে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনার ছবি 'বলবানে'র মাধ্যমে রুপালি পর্দায় পা রাখি।

 

কোন ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে?

আমি যে কোনো চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

তবে দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই অভিনয় করে চলছি। আমার অভিনয় তাদের ভালো লাগলেই, পরিশ্রম সার্থক।

 

ধারাবাহিক নাটক নিয়ে কিছু বলুন?

আমার অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। তার মধ্যে 'টো টো কোম্পানি' অন্যতম। তবে সম্প্রতি আরেকটি ধারাবাহিকের শুটিং শুরু করেছি।

এর শিরোনাম 'সমাজবিজ্ঞান'। ধারাবাহিকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম জাহিদ। এ ধারাবাহিকটির চিত্রনাট্য বেশ চমৎকার। এখানে আমাকে পরোপকারী একজন মানুষের ভূমিকায় দেখা যাবে। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন মিমো।

চলতি মাসের প্রথমদিকে এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে। আশা করছি ধারাবাহিকটি দর্শকদের ভালো লাগবে।

 

চলচ্চিত্রে অভিনয়ের অবস্থা কী?

বড় পর্দায় কে না কাজ করতে চায়। আমি কাজ করতে চাই। যদি ভালো গল্প পাই তবে অবশ্যই চলচ্চিত্রে কাজ করব।

আর বর্তমানে চলচ্চিত্রের রূপরেখা অনেক পরিবর্তন এসেছে। যা আমাদের জন্য মঙ্গলকর।

* আলী আফতাব

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.