আমাদের কথা খুঁজে নিন

   

জান্নাত আরা হেনরীকে দুদকের জিজ্ঞাসাবাদ,বাংলার মেয়েরা ও কি দূর্নীতিতে জড়িয়ে পড়ছে?

সততাই সবসময় রাখা চাই,বাচিবার তরে । সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জান্নাত আরা তালুকদার হেনরী দাবি করেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁর দাবি, আওয়ামী লীগের ভেতর ও বাইরের বেশ কিছু ‘ষড়যন্ত্রকারী’ মিথ্যা রটাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের হেনরী এ কথা বলেন। কমিশনকে লিখিত বক্তব্য দিয়েছেন বলে এ সময় জানান তিনি।

সকাল সাড়ে ১০টায় হেনরী দুদক কার্যালয়ে প্রবেশ করেন। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাঁকে অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অবৈধ সম্পদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন হেনরী। তিনি বলেন, ‘আমার কোনো অবৈধ সম্পদ নেই। আমার অবৈধ সম্পদ থাকলে আপনারা (সাংবাদিক) কমিশনকে তথ্য দেন।

’ সিরাজগঞ্জ শহরের সবুজ কানন হাইস্কুলের শিক্ষিকা হেনরী ২০০৯ সালে সোনালী ব্যাংকের অন্যতম পরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি এখন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদিকা। হেনরী জনান, গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দুদকে ডাকা হয়েছে। গণমাধ্যমে তাঁকে নিয়ে গল্প ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, এর আগে আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতার অভিযোগের ভিত্তিতে পাবনা দুদক কার্যালয় হেনরীর সম্পদের তথ্য নিয়ে অনুসন্ধান করে।

সে সময় তিনি দুদকে নিজের সম্পদের বিবরণী জমা দেন। গত আগস্টে ঢাকায় পাঠানো প্রতিবেদনে দুদক জেলা কার্যালয় হেনরীর গাড়ি-বাড়িসহ বিপুল সম্পত্তি থাকার কথা উল্লেখ করে। সূত্র:-http://www.prothom-alo.com/detail/date/2012-10-19/news/299227 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।