আমাদের কথা খুঁজে নিন

   

অমুসলিম এর জান্নাত/জাহান্নাম

সম্মানিত পাঠকবৃন্দ, আমার সালাম নিবেন। ব্লগ থেকে আমি অনেক কিছু জেনেছি এবং আমি অনেক শিখেছি। তাই আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু লেখার চেষ্টা করেছি। যেসব লেখা আমার নয় সেসব লেখার যথাযথ সোর্স উল্লেখ করা হয়েছে। (নোট: প্রশ্ন এবং উত্তর ডা.জাকির নায়েকের লেকচার থেকে নেওয়া।

) প্রশ্ন: জনৈক হিন্দু ভদ্রলোক পিনাই-ডু। তিনি বলেছেন, মুসলমানরা মানবজাতির আর্শীবাদ। কিন্ত যারা জন্ম থেকেই অমুসলিম তাদের কি হবে? জীবনের কোন পযার্য়ে তারা ইসলাম কে বুঝবে? উত্তর: উনি বলেছেন মুসলমানরা মানবজাতির জন্য আর্শীবাদ। আলহামদুলিল্লাহ। উত্তর দেয়ার আগে আমি একটি বিষয়ে বলতে চাই, আমাদের নবী মুহাম্মদ(স বলেছেন,প্রত্যেক শিশুই দীন-উল-ফিতর নিয়ে জন্মগ্রহন করে।

দীন উল ফিতর মানে হল আল্লাহর ধর্ম। প্রত্যেক শিশুই মুসলিম হয়ে জন্মায়। তারপর সে প্রভাবিত হয় তার মাতা পিতা, গুরুজন,শিক্ষক ইত্যাদি দ্বারা। তারপর তারা শুরু করে মূত্যিপূজা,অগ্নিপূজা ইত্যাদি, এবং এভাবেই সে অমুসলিম হয়ে যায়। প্রত্যেক মানুষই জন্মায় নিষ্পাপ হয়ে কিন্তু পরবর্তীতে সে ভূল পথে চলে যায়।

এবার আসা যাক সে জীবনের কোন পর্যায়ে ইসলাম সম্পর্কে বুঝবে? একেক সময় একেক মানুষ এটি বুঝতে পারবে। যেমন: যে মুসলিম পরিবারে জন্মগ্রহন করে সে জীবনের প্রথম পর্যায়ে এটি বুঝতে পারে। আবার মুসলিম পরিবারে জন্ম নিলে ও অনেকে এটি বুঝতে পারে না। কেউ হয়তো প্রথম দিন থেকেই বুঝবে, কেউ আবার এক বছর পর, কেউ বা পাচ বছর পর বুঝতে পারবে। তবে সে মারা যাওয়ার পূর্বে অবশ্যই আল্লাহ তাকে নিদর্শন দেখাবেন।

কিন্তু কবে কখন সে আল্লাহ ই ভাল জানেন। তবে মারা যাওয়ার পূর্বে এবং রোজ কিয়ামতের দিন পবিত্র কোরআনে বলা হয়েছে যে, যারা ইসলামকে প্রত্যাখান করে তারা কখনো আল্লাহর কাছে কোন অভিযোগ করতে পারবে না যে, সে কোন নিদর্শন পায়নি। কেন তাকে জাহান্নামে পাঠানো হচ্ছে?তারা শুধু বলবে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আমরা ভূল করেছি। কারন তারা জানে যে তারা নিদর্শন দেখেছে, কিন্তু গ্রহন করেনি।

তারা তখন বলবে, তাদের আরেকবার সুযোগ দেওয়া হোক। কিন্তু তখন আল্লাহ বলবেন তোমাদের অনেক দেরী হয়ে গেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.