আমাদের কথা খুঁজে নিন

   

ক্যানসার প্রতিরোধে স্মার্টফোন

MAKNA (মালয়েশিয়ান দাতব্য প্রতিষ্ঠান) এবং Intelligent App (স্মার্টফোন এ্যাপ্লিকেশান ডেভলপার প্রতিষ্ঠান) সম্মিলিত ভাবে LUDIc নামে এমন একটি এ্যাপ্লিকেশান তৈরী করেছে যা মানুষকে সহজে স্তন ক্যানসারের বিবিধ বিষয় বুঝতে সাহায্য করবে। LUDIc , ৭০০০০০ এ্যাপ্লিকেশানগুলোর একটি যা অনলাইন এ্যাপ্লিকেশান স্টোর থেকে ডাউনলোড করা যায়। সম্পূর্ণ বিনামূল্যে প্রাপ্য এই এ্যাপ্লিকেশানটি “Understanding breast cancer”, “Mobile screening locator” এবং “Breast self-examination tutorial”- এই তিনটি অংশে বিভক্ত। Understanding breast cancer অংশটি স্তনের স্বাভাবিক আকার ও গঠন; স্তন ক্যানসারের লক্ষন, বিস্তার লাভ, চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করে। “Mobile screening locator” মালয়েশিয়ায় MAKNA এর ভ্রাম্যমান ক্যানসার সনাক্তকারী দলের অবস্থান নির্ণয় এবং সেখানে যোগাযোগের জন্য ব্যক্তিগত রিমাইন্ডার সেট করে দিবে।

“Breast self-examination tutorial” অংশটি নিজেই নিজের স্তন পরীক্ষার জন্য একটি সচিত্র টিউটোরিয়াল। ক্যানসার একটি যুদ্ধ। সচেতনতা, প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ এবং লড়াই করার ইচ্ছাই যার বিরুদ্ধে জয়ী হবার মূল মন্ত্র। বর্তমান প্রযুক্তি নির্ভর প্রজন্মের জন্য LUDIc এমন একটি এ্যাপ্লিকেশান যা একই সাথে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার সনাক্তকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। LUDIc শব্দটির মূল হলো ল্যাটিন “Ludas” শব্দটি, যার অর্থ “খেলা” বা “খেলাচ্ছলে”।

ক্যানসারকে জয় করা ব্যক্তিদের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা এই LUDIc এ্যাপ্লিকেশানে এমন সকল বৈশিষ্ট যুক্ত করা হয়েছে যা এর ব্যবহারকারীকে স্তন ক্যানসার সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দান করবে। একটি জরিপে দেখা গেছে বাংলাদেশের ক্যানসার আক্রান্ত মহিলাদের ৩৪% ই স্তন ক্যানসারের শিকার। এই জরিপ আমাদের সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক অবস্থায় ক্যানসার সনাক্তকরণের গুরুত্ব অনুধাবনে সহায়তা করে। Matheus Barrachi, যিনি MAKNA’র আন্তর্জাতিক বিভাগের ম্যানেজার এবং LUDIc এ্যাপ্লিকেশানটির প্রধান স্বপ্নদ্রষ্টা, বলেন, “আশা করা যায় যে, এই এ্যাপ্লিকেশানটি মেয়েদের জন্য ক্যানসারের সুস্পস্ট লক্ষণসমূহ চিনতে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আত্মবিশ্বাস গড়েতোলার একটি গ্রহনযোগ্য মঞ্চ হিসাবে কাজ করবে। ” “যেহেতু মেয়েদের মাঝে সবচেয়ে অধিক সনাক্তকৃত এবং ক্যানসার সংক্রান্ত কারনে নারী মৃত্যুর দ্বিতীয় কারন এই রোগের কোন প্রতিরোধ নেই, সেহেতু স্তন পরীক্ষন এবং মেমোগ্রাম এক্ষেত্রে সর্বোৎকৃষ্ট আত্মরক্ষা।

আর আমি বিশ্বাস করি মেয়েদের সম্ভাব্য সকল জীবন-রক্ষাকারী সনাক্তকরণ উপকরন ব্যবহার করা উচিৎ”, বলেন Hasan Alkaff, এই এ্যাপ্লিকেশান প্রজেক্টের দ্বিতীয় প্রধান ব্যক্তি। আর প্রাথমিক অবস্থায় ক্যানসার সনাক্তকরনের ওপর গুরুত্ব দেয়ার জন্য একটি আনন্দদায়ক অথচ শিক্ষামূলক এ্যাপ্লিকেশানের থেকে ভালো কি উপায় হতে পারে যা এমন কয়েকজন সৃজণশীল ব্যক্তি দ্বারা বানানো হয়েছে যারা তাঁদের সময় এবং সামর্থ্যের সমন্বয়ে এই এ্যাপ্লিকেশানটির উদ্ভাবন করেছেন। MAKNA কি- MAKNA (Majlis Kanser Nasional or the National Cancer Council) একটি সামাজিক দাতব্য প্রতিষ্ঠান যা সম্ভাব্য সকল সমর্থন, বিশেষ জ্ঞানও দক্ষতা এবং সমাজের সর্বস্তর থেকে প্রাপ্ত আর্থিক অনুদান গহন করে তা ক্যানসারের বিরুদ্ধে প্রয়োগ করে। এই প্রতিষ্ঠান ক্যানসার আক্রান্তদের চিকিৎসা, তাদের কষ্ট লাঘবের চেষ্টা, ক্যানসারের কারণে সমাজে নিজেদের অপাংক্তেয় মনে করা ব্যক্তি ও পরিবারকে মানসিক সমর্থন দানে কাজ করে থাকে। Dato* Mohd Farid Ariffin কর্তৃক প্রতিষ্ঠিত এই সংগঠনটি ১৯৯৪ সালের১০ই নভেম্বর রেজিস্ট্রেশনকৃত এবং ১৯৯৫ সালের ৩০শে মার্চ থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন MAKNA * Dato  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.