- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
ওরে রাত যতো কালো হবে সকাল ততো রঙিন হবে। আসুক না আকাশ ছেয়ে কালো মেঘ। ভয় কী! কোন শালা সকালকে রুখবে? ভোর হবেই।
ভোমরা আটকে পড়েছে জানালার কাঁচে। বাইরেটা দেখতে পাচ্ছে।
বেরিয়ে যেতে চাইছে। ধাক্কা খাচ্ছে। কাঁচেই আটকে থাকছে।
বসন্ত একসময় ছিলো রে এই বাগানে। আজ আর নেই।
ওরে ও বসন্তের হাওয়া, এখন ফিরে এলে আমি আর কী করবো? আনন্দ-উৎসবে যাকে বসানোর কথা ছিলো, সে তো চলে গেছে! হায় রে আমার ভবিষ্যত, এখন তোকে কী বলে সান্ত্বনা দেবো। দাঁড়াও পকেট থেকে রুমাল বের করে তোমার কাঁচটা একটু ঝেড়ে দি।
যাকে কুকুরে কামড়ায় সে যেমন জলকে ভয় পায়, আমাকে কামড়েছে মানুষ আমি বড়ো ভয় পাই আয়নাকে। এই তো আমার আয়না, বড্ড চেনা আমি, আমার প্রতিচ্ছবি। বড়ো ভয়!
সময় বড়ো মনোযোগ দিয়ে আমার জীবনকাহিনী শুনছিলো।
আমি-ই তো সেই কাহিনী শেষ না করে ঘুমিয়ে পড়লাম।
মানুষের আশাই তো পূর্ণ হয় না, উপায়ের সন্ধান, সেও তো দুরাশা...
সময় ম্লান হয়ে আসছে। জগত হারিয়ে যাচ্ছে ঘষা কাঁচের আড়ালে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।