আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্য শহুরে লৌকিক গল্পের সংগ্রহশালা থাকলে মন্দ হতো না

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে কত ভয়াবহ গল্প যে বাতাসে তৈরী হয়ে বাতাসেই মিইয়ে যায় তার কোনো হদিস থাকে না। আজকে যে সিএনজিতে এলাম তার ড্রাইভার এমন এক ভয়াবহ গল্প শুনালেন যা অবাস্তব হলেও তার চোখেমুখে পূর্ণ আস্থা দেখলাম। গতকাল ঢাকার হাতিরঝিল বস্তিতে একজন নরখাদক মহিলার সন্ধান পাওয়া গেছে - যে তার ব্যাগে মানুষের তিনটা মুন্ডু বহন করছিলেন। পথিমধ্যে লোকজনের হাতে ধরা পড়লেও পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। নরখাদকের শরীরে নাকি সরকারী কোনো বাহিনীর সীল ছিলো। মাঝে মাঝে এমন নানাবিধ অবিশ্বাস্য শহুরে লৌকিক গল্প শোনা যায়, লোকমুখে ভাসে। বৈচিত্র ও ভয়াবহতায় লোমহর্ষক হলেও এর অসারতা গল্পের ভেতরে স্পষ্ট হয় - তারপরেও এমন সব লৌকিক উপাদানের একটা সংগ্রহশালা থাকলে মন্দ হতো না। এ সময়ের আজগুবী সব গল্প - আজগুবী দেশের - ইতিহাসের আশ্রয় হতো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.