দিনের শেষে আমরা সবাই একা...
আজকের দিনের জন্য ফেইসবুকে আনলাইক বাটন টা খুব মিস করছি। সব কিছু আনলাইক করতে মন চাচ্ছে, সব। লাইক শব্দটা দেখলেই গায়ে আগুন জ্বলে উঠছে। সত্যি কথা বলতে আমাদের কোনরকমই লাগছে না, আমরা অনুভূতি শুন্য হয়ে যাচ্ছি, হয়ে গেছি।
// আল্লাহ আমাদের অনুভূতি ফিরিয়ে দাও।
যারা মারা গেছে, যারা আহত হইছে, যারা চাপা পড়ে আছে, যাদের উদ্ধার করে হবে, যাদেরকে রাতের আধারে কবর দেয়া হবে মৃত মানুষের সংখ্যা কমিয়ে আনার জন্য, যাদেরকে ইট-পাথর-সুরকি'র সাথে বুল্ডজার দিয়ে পিষিয়ে ফেলা হবে অথবা যাদেরকে আর কোনদিনই পাওয়া যাবে না- তারা সবাই মানুষ, একেকজন রক্ত-মাংসের মানুষ। কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, কারো বন্ধু, কারো স্বজন। তারা শুধুই একেকটা সংখ্যা নয়। তারা শুধুই ৯০, ১০০, ১২০ কিংবা তারো অধিক কোনো একক নয়। তারা মানুষ।
তারা আমি, তারা আপনি, তারা আমরা।
আল্লাহ আমাদের অনুভূতি ফিরিয়ে দাও। আমাদের মাফ করো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।