আমি খুব দুষ্টু
নামঃ খোকনুজ্জামান (খোকন)
পিতাঃ রশীদ বেপারী
গ্রামঃ আদাশন
ইউনিয়নঃ শিধল কুড়া
উপজেলাঃ ডাম্যুডা
জেলাঃ শরীয়তপুর
সাউথ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল খেলা শুরুর আগে এই ব্যক্তি দালালের মাধ্যমে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সাউথ আফ্রিকা যাবার পথে মোজাম্বিক বসে (১২ মার্চ ২০০৯) সম্ভবত সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এবং "ম্যানডেলা জেইল" -এ আটক রয়েছেন বলে আমাদের জানানো হয়। তারপর আর তার কোন খোঁজ পাওয়া যায়নি। দুজন দালাল তাকে সহায়তা করেছেন, তাদের নাম হল যথাক্রমে ছেন্টু (ঢাকা) এবং রাজ্জাক (নোয়াখালী)। এই দুজন দালালও নিখোঁজ রয়েছে । গত দুবছর ধরে উক্ত "খোকনুজ্জামান খোকন" নিখোঁজ।
মোজাম্বিক পৌছানোর পর তার সাথে যোগাযোগ করার পরে আজ অব্দি তার কোন হদিস পাওয়া যায়নি। তার পরিবারটি বর্তমানে খুবই দুঃখ দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে। ওই ব্যক্তি সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আজ তার অনুপস্থিতিতে পরিবারটি পথে পথে ঘুরছে। একটি দুধের বাচ্চা নিয়ে তার মা অসহায় দিনাতিপাত করছে।
এ ব্যাপারে সকল মানবাধিকার প্রতিষ্ঠানের সহযোগীতা চাচ্ছি।
সন্ধানপ্রার্থী
মোঃ কেফায়েত হোসেন রনি
কশাই বাড়ীর পোল, আমানতগঞ্জ, বরিশাল
মোবাইলঃ 01717503056 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।