আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজাঃ বিল্ডিং ধস

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016 আজকে সারাদিন ব্যস্ত সময় কাটালাম, একটু আগে বাসায় ফিরেছি। বাসায় ফিরে দেখি টিভিতে সাভারে বিল্ডিং ধস নিয়ে বিশেষ এক্সক্লুসিভ অনুষ্ঠান দেখাচ্ছে। এমনিতে আমি টিভি তেমন একটা দেখি নাহ, তবে এইবার দেখতে বসলাম। **বিঃদ্রঃ প্রায় একমাস পরে টিভি দেখতেছি, এর আগে শেষ দেখা টিভি প্রোগ্রামঃ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা T20. দেখে খুব কষ্ট লাগলো, তখনই মাথায় কিছু চিন্তা আসলো ব্যাপার গুলো আপনাদের সাথে শেয়ার করিঃ ১] বাংলাদেশের শতকরা ৮০% মানুষ গরীব। ২] বাংলাদেশের শতকরা ৮০% মানুষ দুর্দশাগ্রস্ত।

৩] বাংলাদেশের শতকরা ৮০% মানুষ দারিদ্র সীমার নীচে অবস্থান করে। যে কারনে এতগুলো কথা বললাম, The Independent BD এর একটা রিপোর্ট ছিলো এমন: "In the worst ever building collapse in Bangladesh’s 42-year history, at least 85 people were killed and over 1,000 injured in Savar, some 20 kilometer north of the capital, on Wednesday. The tragic incident occurred when the eight-storey Rana Plaza near Savar Bus Stand housing four garment factories, a bank branch and several stores came down around 9 am, instantly killing dozens of people and trapping hundreds of others in the debris. Over 300 injured people, many of them in critical condition, were admitted to Enam Medical College Hospital while dozens of others were rushed to nearby medical facilities including Savar Combined Military Hospital, Sima General Hospital, Super Clinic Centre and Savar Gana Sashtha Kendra." যে কারনে এত গুলো কথা বললাম, আপনি ওয়েব পেইজ ঘাটাঘাটি করেন, টিভি চ্যানেল দেখেন আর সংবাদপত্রের পাতা উল্টান না কেন, আমাকে এমন একটা খবর এনে দেন যেইখানে ভূমি ধস, পাহাড় ধস, বিল্ডিং ধস কিংবা প্রাকৃতিক দূর্যোগে ওমুক শিল্পপতি অথবা তমুক লাখোপতি বা কোটিপতি মারা গেছেন। সব সময় মারা যায় গার্মেন্টস কর্মী, সব সময় মারা যায় বাংলাদেশের ঐ ৮০% লোক। এরাই বাংলাদেশের আম জনতা এরাই সত্যিকার মানুষ। আপনারা গুটিকয়েক মুষ্টিমেয় লোক যারা বাকি ২০% এর মধ্যে অবস্থান করেন তাদের কে আমি অযথা মানুষ বলে সমগ্র মানুষ জাতির অবমাননা করতে চাই নাহ, কেননা আপনারা ঐ ৮০% মানুষের জন্য জীবনে কোন কিছু করেন নাহ।

তাদের প্রতি আপনাদের বিন্দু মাত্র অবদান নেই! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.